ধূসর স্মৃতির মিছিলে
তোমার পাড়ায় আজ হয়তো ফুটেছে নাম না জানা ফুল,
আর আমার এই ছোট্ট আঙিনায় কেবলি ভুলের মাশুল ।
হয়তো কোনো এক ঝোড়ো হাওয়ায় হারিয়েছে আমাদের ঘর,
এখন তুমি অন্য কারো পৃথিবী, আর আমি বড্ড পর ।
ভালোবাসা মানে কি কেবল একবুক জমানো দীর্ঘশ্বাস?
নাকি ভেঙে যাওয়া সেই কাঁচের মতো মিথ্যে আত্মবিশ্বাস?
আমি তো চেয়েছিলাম তোমার চোখে এক ফালি রোদ্দুর,
বিনিময়ে পেলাম উপহার— এক সমুদ্র বিষণ্ণতা বহুদূর ।
মাঝে মাঝে খুব মনে পড়ে সেই বৃষ্টিভেজা শান্ত দুপুর,
যখন তোমার হাসির শব্দে বাজতো আমার মনের নূপুর ।
এখন সেই দুপুরগুলো কাটে কেবল তোমার স্মৃতির ঘোরে,
অপেক্ষার এই প্রহর যেন কিছুতেই আর শেষ হতে চায় না ভোরে ।
তুমি হয়তো ভুলে গেছো সেই গোধূলি বেলার শপথগুলো,
সময়ের স্রোতে আজ সব কথা মেখেছে কেবলি ধূলো ।
তবুও কেন এই অবুঝ মন তোমাকেই শুধু খোঁজে?
কেন এই চোখ দুটো আজও তোমার ফেরার পথেই বুজে?
যদি কোনোদিন খুব নিঝুম রাতে কান্না এসে পায়,
জেনে রেখো, কেউ একজন আজও তোমার মঙ্গল কামনায় ।
আমার ডায়েরির প্রতিটি পাতা আজ তোমার গন্ধে মাতাল,
কিন্তু বাস্তবে আমি আজ একা, ভেঙে গেছে সব মায়ার আড়াল ।
পথ হারিয়েছি আমি ঠিকই, কিন্তু ভালোবাসা হারায়নি মোটে,
তোমার দেওয়া সব ক্ষত আজও আমার বুকের গভীরে ফোটে ।
ভালো থেকো তুমি তোমার ওই সাজানো সুখের ঘরে,
আমি না হয় বেঁচে থাকবো একলা হয়ে, তোমার ধ্রুবতারা হয়ে দূরে ।

