Bangla Good Morning SMS Shuvo Sokal SMS Suprovat SMS

Bangla Good Morning SMS Shuvo Sokal SMS Suprovat SMS, good morning sms bangla 2020, good morning sms in bengali 140 words, bangla good morning kobita, bangla good morning shayari, valobashar good morning sms, good morning in bengali style, good morning quotes in bengali language, good morning whatsapp bengali, good morning whatsapp bengali, valobashar good morning sms, bangla good night sms, subho sokal images, bangla suprovat, bristi veja good morning sms, good morning bondhu, good morning video download in bengali, good morning in bengali style, english good morning sms, bangla noboborsho 1428 sms, suvo sakal bengali, shuvo sokal good morning, good morning quotation in bengali, gd m9 pic, good evening bangla sms for girlfriend, bangla good morning picture, good night kobita, good night kobita download, siter sokal kobita, valobasa quotes in bengali, good bengali shayari, subho ratri poem, bengali subho ratri image

Bangla Good Morning SMS Shuvo Sokal SMS Suprovat SMS


Bangla Good Morning SMS Shuvo Sokal SMS Suprovat SMS
দুবলা ঘাসের ডগায় জমে থাকা
এক ফোঁটা শিশির বিন্দুর স্পর্শে
ভরে উঠুক তোমার প্রতিটি সকাল ।
*** শুভ সকাল ***স্বপ্ন দেখার প্রহর শেষে
ফিরলো পরি ঘুমের দেশে
কালো মেঘের আড়াল থেকে সূর্য দিলো দেখা
তাকিয়ে দেখো ভোরের আলোয় নতুন স্বপ্ন লেখা ।
(*** শুপ্রভাত ***)ভোরের প্রথম সোনালী আলো
স্বপ্ন নতুন জাগিয়ে গেলো
শিশির ভেজা ঘাসের পাতায়
তোমার হাতের আলতো ছোঁয়ায়,
ফুটলো সকাল, কাটলো রাত,
তাই মিষ্টি মুখে জানাই ‘সুপ্রভাত‘সকালে শুনি কোকিলের কুহু কুহু ডাক
দূর আকাশে উড়ে যায় সাদা বকের ঝাঁক
বাতাসের শীতল হাওয়ায় মন মাতাল
বন্ধু তোমাকে জানাই ‘শুভ সকাল‘যদি হাতে রাখো হাত
আনবো ডেকে নতুন প্রভাত
করবো শুরু নতুন করে দিন
বন্ধু তোমায় জানাই-
*** হ্যাপি গুড মর্নিং ***ছোট্ট পাখি বললো এসে আমার কানে কানে
সূর্যি মামা উঠেছে জেগে নতুন কিছুর টানে
সুখে থেকো ভালো থেকো রেখো ভালোবেসে
মিষ্টি সকাল জানিয়ে দিলাম ছোট্ট sms এ
((( Good Morning )))
শুভ সকাল শান্ত মন
তুমি বন্ধু আছো কেমন
রাত ফোহালো ভোর হলো
আমি বন্ধু আছি ভালো
ভালো থেকো সারা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ……।।
স্নিগ্ধ আলো রোজ সকালে
আছড়ে পড়ে নদীর তীরে,
শুভ সকাল পৌঁছে দিলাম
তোমার হৃদয়ের মন্দিরে …।।
((( Good Morning )))
নিশি যখন ভোর হবে
সুখ তারা গুলো নিভে যাবে
সামনে আসবে একটা নতুন দিন
দিন টা হোক অমলিন
শুভ হোক তোমার প্রতিদিন ।
*** শুভ সকাল ***
স্নিগ্ধ সকাল নীল আকাশ
মৃদু মৃদু বইছে বাতাস
চোখ খুলছি তোমার টানে
আমায় রেখো তোমার মনে
কাটুক একটা ভালো দিন-
জানাই তোমায় গুড মর্নিং ।।ডাকছে কোকিল গাইছে গান,
নতুন দিনের আহবান
উঠবে সূর্য দিবে আলো
দিনটা তোমার কাটুক ভালো ।
*** শুভ সকাল ***
সকাল বেলার পাখি আমাই ফুল বাগানে থাকি
ঘুম থেকে জাগিয়ে দিতে মিষ্টি সুরে ডাকি
ভালো কাটুক আজ সারাটা দিন
তোমাকে জানাই গুড মর্নিং ।সকাল হলো নয়ন খোলো ঘুম কে বলো আড়ি
আমার এসএমএস পৌঁছে গেছে বন্ধু তোমার বাড়ি
ফুলের গন্ধে ভরে উঠুক তোমার আজ সকাল
তাইতো তোমায় জানাই মিষ্টি শুভ সকাল ।একটা নতুন সূর্য উঠুক , সাত টা রঙের ফুল ফুটুক
ফুলের বুকে ভ্রমর যুটুক, সুখের ঝাঁপি উজাড় করে
নতুন দিন সুন্দর কাটুক ।
**** সুপ্রভাত ***
ঘুম ঘুম রাতের শেষে, সূর্য আবার উঠলো হেসে
ফুটলো আবার আলো, দিনটা সবার কাটুক ভালো
শুরু হলো নতুন দিন, জানাই এবার ( গুড মর্নিং )গুড মর্নিং জান
দিনের শুরুতে বুক ভরা ভালোবাসা নিও,
অন্তরের অনন্ত প্রেম নিও, মনের মায়া নিও,
বিনিময়ে এই পাগলটাকে সারাদিন একটু ভালোবাসা দিও।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url