পন্ডশ্রম কবিতার শব্দার্থ । পন্ডশ্রম কবিতার MCQ । পন্ডশ্রম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর

পন্ডশ্রম কবিতার MCQ এবং পন্ডশ্রম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন-উত্তর

“পন্ডশ্রম” কবিতাটিতে কবি শামসুর রহমান আমাদের বর্তমান সমাজের কিছু অব্যবস্থাপনাকে এই কবিতায় কবি ব্যঙ্গার্থকভাবে তুলে ধরেছেন । আপনারা যারা এ বছর স্কুল-কলেজ কিংবা সরকারি-বেসরকারি চাকুরির পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা “পন্ডশ্রম” কবিতার বহু নির্বাচনী প্রশ্ন-উত্তরগুলো একবার হলেও পড়ে নিতে পারেন । নিচে পন্ডশ্রম কবিতার MCQ এবং পন্ডশ্রম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন উত্তরগুলো দেখে নিন-


পন্ডশ্রম কবিতার শব্দার্থ । পন্ডশ্রম কবিতার MCQ । পন্ডশ্রম কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ জ্যান্ত শব্দের অর্থ কি?

উত্তরঃ জীবন্ত ।


প্রশ্নঃ দিনদুপুরে শব্দের অর্থ কি?

উত্তরঃ প্রকাশ্যে ।


প্রশ্নঃ পন্ডশ্রম শব্দের অর্থ কি?

উত্তরঃ ব্যর্থ পরিশ্রম ।


প্রশ্নঃ ফিটিং শব্দের অর্থ কি?

উত্তরঃ মিটিং এর সাথে মেলানো অনুকার শব্দ ।


প্রশ্নঃ বৃথা শব্দের অর্থ কি?

উত্তরঃ অকারণ ।


প্রশ্নঃ মাথা খোঁড়া শব্দের অর্থ কি?

উত্তরঃ মাথা ঠোকা বা ঠোকানো ।


প্রশ্নঃ মাথার ঘাম ফেলা শব্দের অর্থ কি?

উত্তরঃ পরিশ্রম করা ।


প্রশ্নঃ মিছে শব্দের অর্থ কি?

উত্তরঃ মিথ্যা ।


প্রশ্নঃ মিটিং শব্দের অর্থ কি?

উত্তরঃ সভা ।


প্রশ্নঃ মুখের পাড়া শব্দের অর্থ কি?

উত্তরঃ মুখমন্ডল ।


প্রশ্নঃ যম শব্দের অর্থ কি?

উত্তরঃ মৃত্যুর দূত ।


প্রশ্নঃ সুধী সমাজ শব্দের অর্থ কি?

উত্তরঃ জ্ঞানীজন ।


প্রশ্নঃ পন্ডশ্রম কবিতায় অন্তমিল আছে কি না?

উত্তরঃ পন্ডশ্রম কবিতায় অন্তমিল আছে ।


প্রশ্নঃ পন্ডশ্রম কবিতাটি কি তাল দিয়ে পড়া যায়?

উত্তরঃ পন্ডশ্রম কবিতাটি তাল দিয়ে পড়া যায় ।


প্রশ্নঃ পন্ডশ্রম কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন হয়েছে কি না?

উত্তরঃ পন্ডশ্রম কবিতাটিতে শব্দরূপের পরিবর্তন হয়েছে । যেমনঃ নইকো বা নেইকো যার অর্থ হচ্ছে নেই ।


প্রশ্নঃ পন্ডশ্রম কবিতাটি পড়ার গতি বা লয় কেমন?

উত্তরঃ পন্ডশ্রম কবিতার তাল অল্প ব্যবধানের এবং এর গতি বা লয় দ্রুত ।


প্রশ্নঃ পন্ডশ্রম কবিতাটিতে কি উপমার প্রয়োগ হয়েছে?

উত্তরঃ পন্ডশ্রম কবিতাটিতে উপমার প্রয়োগ হয়েছে । যেমনঃ সোনার চিল ।



পরিশেষে, “পন্ডশ্রম কবিতার MCQ” বা "পন্ডশ্রম কবিতার প্রশ্ন উত্তর" এ বিষয়ে আপনার যদি কিছু জানার বা বলার থাকে তবে আপনি এই পোস্টের নিচে মন্তব্য করে আমাদের বলতে পারেন । এছাড়াও এই পোস্ট-টি তথ্যবহুল মনে হলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন । ধন্যবাদ!

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url