“অলখের পাথার বাহিয়া তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?”-ব্যাখ্যা কর
উত্তর : প্রকৃতিতে বসন্ত এসেছে ফুলে-ফুলে সাজানো, সৌরভমুখর মাদকতাপূর্ণ প্রকৃতির প্রতিশ্রুতি নিয়ে । এসেছে বাতাবি লেবুর মন উদাস করা সুবাসে, পাখির গানে, ভ্রমরের গুঞ্জনে আর আম্রমুকুলের সুরভিতে । শীতের জরাজীর্ণতার হয়েছে অবসান । অথচ এতসবের পরও প্রকৃতি কবির মনে জাগাতে পারে নি কোন আনন্দের সুর, আনে নি কোন শিহরণ । কেননা পুষ্পশূন্য, রিক্ত হস্তে কিছুকাল পূর্বেই শীত ঋতু বিদায় নিয়েছে ।
শীতের আগমন ও বিদায়ে প্রকৃতি থেকেছে নীরব । শীতের এ রিক্ত ও নিঃস্বভাব কবিচিত্তে যে বেদনার সঞ্চার করেছে তার আবেগেই তিনি নির্মোহ এবং নিশ্চল । কবির ভক্তকূল তাঁকে বসন্তের আগমনী সংবাদ জানিয়েছেন । কিন্তু কবি উদাসীনভাবে বলেছেন, সত্যিই বসন্ত এসেছে কি না কিংবা বসন্তের আগমনী গান বেজেছে কি না তা তিনি জানেন না । কখন চুপিসারে তাঁর দ্বারে বসন্তের আবির্ভাব ঘটেছে তা তিনি লক্ষ্য করেন নি । যার ফলে তিনি বসন্তকে স্বাগত জানাতে পারেন নি । তাই কবির ব্যথাতুর হৃদয়ের বাণী-
“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?”
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url