“অলখের পাথার বাহিয়া তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?”-ব্যাখ্যা কর

উত্তর : প্রকৃতিতে বসন্ত এসেছে ফুলে-ফুলে সাজানো, সৌরভমুখর মাদকতাপূর্ণ প্রকৃতির প্রতিশ্রুতি নিয়ে । এসেছে বাতাবি লেবুর মন উদাস করা সুবাসে, পাখির গানে, ভ্রমরের গুঞ্জনে আর আম্রমুকুলের সুরভিতে । শীতের জরাজীর্ণতার হয়েছে অবসান । অথচ এতসবের পরও প্রকৃতি কবির মনে জাগাতে পারে নি কোন আনন্দের সুর, আনে নি কোন শিহরণ । কেননা পুষ্পশূন্য, রিক্ত হস্তে কিছুকাল পূর্বেই শীত ঋতু বিদায় নিয়েছে ।

শীতের আগমন ও বিদায়ে প্রকৃতি থেকেছে নীরব । শীতের এ রিক্ত ও নিঃস্বভাব কবিচিত্তে যে বেদনার সঞ্চার করেছে তার আবেগেই তিনি নির্মোহ এবং নিশ্চল । কবির ভক্তকূল তাঁকে বসন্তের আগমনী সংবাদ জানিয়েছেন । কিন্তু কবি উদাসীনভাবে বলেছেন, সত্যিই বসন্ত এসেছে কি না কিংবা বসন্তের আগমনী গান বেজেছে কি না তা তিনি জানেন না । কখন চুপিসারে তাঁর দ্বারে বসন্তের আবির্ভাব ঘটেছে তা তিনি লক্ষ্য করেন নি । যার ফলে তিনি বসন্তকে স্বাগত জানাতে পারেন নি । তাই কবির ব্যথাতুর হৃদয়ের বাণী-


“অলখের পাথার বাহিয়া
তরী তার এসেছে কি? বেজেছে কি আগমনী গান?”

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url