যেন বলে ওঠে - Jeno Bole Ute । Bengali Poems

 আসলে কথারা সব বিলুপ্ত পাখির ঠোঁটে শিলালিপি হয়ে আছে

আসলে কথারা সব নিঃশেষে মুঁছে গেছে আলোকবর্ষ দূরে

তারাহীন নীল অন্ধকারে

আসলে কথারা এসে ফিরে চলে গেছে সেই

মটরশুঁটির ক্ষেতে, সবুজে সবুজে


তুমি ফিরে এসে সেই শিলালিপি পাঠ করো প্রিয়বন্ধু

কি কথা? কী কথা? এই শিলালিপি ভরে আছে

পাথরের বুকে ঘুম হয়ে!

মৃত তিতিরের ঠোঁটে কোন সে শব্দের রেশ

লেগে আছে লক্ষ বছর ধরে-আমাকে শোনাও!

চলো গিয়ে বসি সেই শব্দহীন তিরতির গ্রামীণ নদীর কাছে

চলো, শুনি, কী কথা বলার ছিল তার

সে-ও তো অনেক কথা উজানে, ভাঁটির টানে বলে ব’য়ে গেছে


তুমি সেই অন্তহীন স্তব্ধতায় শব্দরাশি মুক্ত করে দাও প্রিয়মুখ

তুমি সেই বৃষ্টিধোয়া নিরুচ্চার শব্দগুলো চালচিত্র করে দাও

জীবনে আমার

টুং টাং বেজে যাক অশ্রুত শব্দের কথামালা

অপেক্ষার, প্রতিক্ষার টুকরো টুকরো যতো উন্মীলন

বাগ্ময় হয়ে উঠে আমাকে কাঁদায় যেন

আমাকে ভাসায় যেন বাঁধভাঙা উৎসের অনিবার্য স্রোতো

সব শব্দ মিলে মিশে যেন বলে ওঠে-ভালোবাসি, ভালোবাসি….

                                                                           ----- আরণ্যক বসু

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url