প্রতিদান কবিতার mcq নৈর্ব্যক্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রতিদান কবিতার mcq নৈর্ব্যক্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি প্রতিদান কবিতার mcq প্রতিদান কবিতার ব্যাখ্যা তাহারেই পড়ে মনে কবিতা কোন ছন্দে রচিত সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতার নৈর্ব্যক্তিক প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


প্রতিদান কবিতার mcq নৈর্ব্যক্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
প্রতিদান কবিতার mcq নৈর্ব্যক্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর

প্রতিদান কবিতার mcq নৈর্ব্যক্তিক বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত? বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি প্রতিদান কবিতার mcq প্রতিদান কবিতার ব্যাখ্যা তাহারেই পড়ে মনে কবিতা কোন ছন্দে রচিত সোনার তরী কবিতাটি কোন ছন্দে রচিত প্রতিদান কবিতার নৈর্ব্যক্তিক প্রতিদান কবিতার বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর


প্রশ্নঃ প্রতিদান কবিতাটি কোন ছন্দে রচিত?

উত্তরঃ কবিতাটি মাত্রাবৃত্ত ছন্দে রচিত ।


(ads2)

প্রশ্নঃ প্রতিদান কবিতাটির রচিয়াতা কে?

উত্তরঃ জসীমউদ্দিন ।



প্রশ্নঃ প্রতিদান কবিতাটির লেখক কে?

উত্তরঃ জসীমউদ্দিন ।



প্রশ্নঃ প্রতিদান কবিতাটির কবি কে?

উত্তরঃ জসীমউদ্দিন ।

(ads2)


প্রশ্নঃ প্রতিদান কবিতাটি কবির কোন কাব্যগ্রন্থ থেকে সংগৃহীত?

উত্তরঃ বালুচর কাব্যগ্রন্থ থেকে ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবি কাঁটা পেয়ে কি দান করেছেন?

উত্তরঃ ফুল ।


(ads2)


প্রশ্নঃ নিজের ঘর ভাঙার প্রতিদানে কবি কি বেঁধে দিতে চান?

উত্তরঃ ঘর ।


 (ads1)

প্রশ্নঃ কবি অন্যের ঘর বেঁধে দিতে চান কেন?

উত্তরঃ সুন্দর পৃথিবী নির্মাণের মানসে ।



প্রশ্নঃ কবি পথে পথে ফিরছেন কেন?

উত্তরঃ অনিষ্টকারীর উপকারের জন্য ।



প্রশ্নঃ পরকে কবি কি করতে চেয়েছেন?

উত্তরঃ আপন ।


(ads2)

প্রশ্নঃ কবি কেঁদে বেড়ান কেন?

উত্তরঃ পরকে আপন করতে ।


প্রশ্নঃ যে কবির ঘুম কেড়েছে, কবি তার জন্য কি করেন?

উত্তরঃ দীঘল রজনী কাঁদেন ।

(ads1)

প্রশ্নঃ কবি পথে পথে কাকে খুঁজে ফিরছেন?

উত্তরঃ যে কবিকে পথের বিবাগী করেছে ।



প্রশ্নঃ প্রতিদান কবিতায় উল্লিখিত রজনী কেমন ছিল?

উত্তরঃ দীঘল ।



প্রশ্নঃ কবি কেন দীঘল রজনী জেগেছেন?

উত্তরঃ মহৎ বলে ।


(ads2)

প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবি কি কি বেঁধে দিতে চেয়েছেন?

উত্তরঃ ঘর ও কূল ।



প্রশ্নঃ কবি কার জন্য কাঁদেন?

উত্তরঃ যে কবিকে আঘাত করেছে ।



প্রশ্নঃ অনিষ্টকারীর দ্বারা কবি কোথায় আঘাত পেয়েছেন?

উত্তরঃ বুকে ।


(ads1)

প্রশ্নঃ কবির বুকে যে আঘাত হেনেছে কবি তার কি করেন?

উত্তরঃ কাঁদেন ।



প্রশ্নঃ আঘাতকারীর জন্য কান্নার মধ্য দিয়ে কবির মাঝে কি প্রকাশ পেয়েছে?

উত্তরঃ মানবপ্রেম ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় উল্লিখিত "বাণ" কেমন?

উত্তরঃ বিষাক্ত ।



প্রশ্নঃ কবি "বিষে-ভরা বাণ" – এর বিনিময়ে কি দিতে চেয়েছেন?

উত্তরঃ বুকভরা গান ।



প্রশ্নঃ কবি কাঁটার বিনিময়ে কি দান করেছেন?

উত্তরঃ ফুল ।


(ads1)

প্রশ্নঃ কবি কাঁটার বিনিময়ে ফুল দান করেন –

উত্তরঃ সারা জীবন ধরে ।



প্রশ্নঃ কবি কিসের বিনিময়ে ফুল দিয়েছেন?

উত্তরঃ কাঁটা ।



প্রশ্নঃ কবি কাঁটার বিনিময়ে ফুল দেন কেন?

উত্তরঃ অনিষ্টকারীর মঙ্গলার্থে ।



প্রশ্নঃ কোথায় কবর বাঁধার কথা কবিতায় উল্লেখ আছে?

উত্তরঃ বুকে ।



প্রশ্নঃ অনিষ্টকারী কবির বুকে কি বেঁধেছে?

উত্তরঃ কবর ।


(ads1)

প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবর বাঁধা বলতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ ব্যথা দেওয়া ।



প্রশ্নঃ কবি কবরের বিনিময়ে কি দিতে চেয়েছেন?

উত্তরঃ ফুল মালঞ্চ ।



প্রশ্নঃ কবিতায় উল্লিখিত ফুলের কেমন?

উত্তরঃ রঙিন ।



প্রশ্নঃ কবিতায় উল্লিখিত মালঞ্চ কিসে জড়ানো?

উত্তরঃ সোহাগ ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় সোহাগ জড়ানো কি?

উত্তরঃ ফুল-মালঞ্চ ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় ফুল-মালঞ্চ কিসের সোহাগ জড়ানো?

উত্তরঃ রঙিন ফুলের ।



প্রশ্নঃ অনিষ্টকারী কবিকে কি শোনায়?

উত্তরঃ নিঠুরিয়া বাণী ।



প্রশ্নঃ কবি নিজের হাতে অনিষ্টকারীর কি সাজান?

উত্তরঃ মুখ ।


(ads1)


প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবিতায় মোট কয়টি চরণ রয়েছে?

উত্তরঃ ১৮টি ।

(ads1)


প্রশ্নঃ কত কিছু এনে কী সাজানোর কথা "প্রতিদান" কবিতায় উল্লেখ আছে?

উত্তরঃ মুখ ।


(ads1)


প্রশ্নঃ নিঠুরিয়া বাণী শুনেও তার মুখখানি সাজিয়ে দেওয়ার মাধ্যমে কবি চরিত্রের কোন দিকটি প্রকাশ পেয়েছে?

উত্তরঃ ক্ষমাশীলতা ।



প্রশ্নঃ "আমার" এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর – এ পঙক্তিতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ পরোপকার ।




প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবি কেন ক্ষুদ্র স্বার্থকে বিসর্জন দিতে বলেছেন?

উত্তরঃ জীবনকে সার্থক করতে ।



প্রশ্নঃ ব্যক্তির প্রকৃত সুখ ও জীবনের সার্থকতা নিহিত রয়েছে কিসে? 

উত্তরঃ পরার্থপরতায় ।


(ads1)

প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কি বিসর্জনের কথা বলা হয়েছে?

উত্তরঃ ক্ষুদ্র স্বার্থ ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় সমাজকে কি দ্বারা আক্রান্ত বলা হয়েছে?

উত্তরঃ বিভেদ-হিংসা-হানাহানি ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবির উচ্চারণ কিসের বিপরীত?

উত্তরঃ প্রতিশোধ-প্রতিহিংসা ।



প্রশ্নঃ কবি কিভাবে প্রীতিময় পরিবেশ সৃষ্টির আকাঙ্ক্ষা করেন?

উত্তরঃ প্রেম ও ভালোবাসার মাধ্যমে ।



(ads1)


প্রশ্নঃ কবি কেন ভালোবাসাপূর্ণ মানুষ কামনা করেন?

উত্তরঃ নিরাপদ পৃথিবীর জন্য ।



প্রশ্নঃ সুন্দর ও নিরাপদ পৃথিবীর জন্য কি দরকার?

উত্তরঃ ভালোবাসাপূর্ণ মানুষ ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কিসের প্রতিফলন লক্ষ্য করা যায়?

উত্তরঃ ভালোবাসার ।


(ads2)


প্রশ্নঃ কবি অনিষ্টকারীকে কি দিয়েছেন?

উত্তরঃ ক্ষমা ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতার মৌল প্রতিপাদ্য কি?

উত্তরঃ ক্ষমা ও পরোপকার ।



প্রশ্নঃ অনিষ্টকারীর প্রতিদান কী হওয়া উচিত বলে কবি মনে করেন?

উত্তরঃ ক্ষমা ।


(ads2)

প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় বিষয়বস্তু হিসেবে কোনটি গুরুত্ব পেয়েছে?

উত্তরঃ পরার্থপরতা ।



প্রশ্নঃ "প্রতিদান" কবিতায় কবি কিসের মাধ্যমে পৃথিবীকে বাসযোগ্য করতে চেয়েছেন?

উত্তরঃ পরার্থপরতা ।


(ads2)

প্রশ্নঃ বিষে-ভরা বাণের বিনিময়ে কবি বুক ভরা গান দিতে চান কেন?

উত্তরঃ সৌহার্দ রক্ষায় ।



প্রশ্নঃ "যে মোর করিল পথের বিবাগী" – এ পঙক্তির পরবর্তী চরণ কি?

উত্তরঃ পথে পথে আমি ফিরি তার লাগি ।


(ads2)


প্রশ্নঃ "আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর" – এ পঙক্তিতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ ক্ষমাশীলতা । 



প্রশ্নঃ "আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোর করেছে পর" – এ পঙক্তিটি °প্রতিদান° কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ তিনবার ।



প্রশ্নঃ "যে মোর দিয়েছে বিষে-ভরা বাণ, আমি দেই তারে বুকভরা গান" – এ পঙক্তিতে কি বোঝানো হয়েছে?

উত্তরঃ আত্মত্যাগ ।


(ads2)

প্রশ্নঃ "আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর" – এ পঙক্তিটি "প্রতিদান" কবিতায় কতবার ব্যবহার করা হয়েছে?

উত্তরঃ দুইবার ।


(ads2)


প্রতিদান কবিতার মূলপাঠঃ—


  • কবিকে আঘাত করা হয়েছে – বুকে।
  • কবি ফুল মালঞ্চ গড়েছেন – রঙিন ফুলে।
  • কবি কাঁটার প্রতিদানে দান করেছেন – ফুল।
  • কবি ঘর ভাঙার প্রতিদানে – ঘর বেঁধে দিয়েছেন।
  • কবি কেঁদে বেড়িয়েছেন – পরকে আপন করতে।
  • কবি বিষে-ভরা বাণের প্রতিদানে দিয়েছেন – বুকভরা গান।
  • যে কবিকে বিবাগী করেছে কবি তাকে খুঁজে ফেরেন – পথে পথে। 



প্রতিদান কবিতার গুরুত্বপূর্ণ শব্দার্থ টীকাঃ—


  • যেবা — যে, যিনি ।
  • বিরাগী — নিস্পৃহ, উদাসীন ।
  • দীঘল রজনী — দীর্ঘ রাত ।
  • সোহাগ — আদর, ভালোবাসা ।
  • মালঞ্চ — ফুলের বাগান ।
  • নিঠুরিয়া — নিষ্ঠুর, নির্দয় ।
  • ঠাঁই — স্থান, আশ্রয় ।
  • নিরন্তর — নিয়ত, অবিরাম ।
  • বিষে-ভরা বাণ — কটু কথা,  হিংসাত্মক ভাষা ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url