রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা

রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা Bangla Kobita হুমায়ুন আহমেদের প্রেমের চিঠি সংসারের কবিতা হুমায়ূন আহমেদ এর কবিতা প্রেমের কবিতা হুমায়ূন আহমেদ চিরকুট কবিতা হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের কবিতা pdf গৃহত্যাগী জ্যোৎস্না তিনি কবিতা


রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা
রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা

রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা

রাশান রোলেট - Rasan Rulet ৷ হুমায়ূন আহমেদের কবিতা Bangla Kobita হুমায়ুন আহমেদের প্রেমের চিঠি সংসারের কবিতা হুমায়ূন আহমেদ এর কবিতা প্রেমের কবিতা হুমায়ূন আহমেদ চিরকুট কবিতা হুমায়ূন আহমেদ হুমায়ূন আহমেদের কবিতা pdf গৃহত্যাগী জ্যোৎস্না তিনি কবিতা



টেবিলের চারপাশে আমরা ছ’জন
চারজন চারদিকে ; দু’জন কোনাকুনি
দাবার বোড়ের মত
খেলা শুরু হলেই একজন আরেকজনকে খেয়ে ফেলতে উদ্যত ।
আমরা চারজন শান্ত, শুধু দু’জন নিঃশ্বাস বন্ধ করে বসে আছে ।
তাদের স্নায়ু টানটান।
বেড়ালের নখের মত তাদের হৃদয় থেকে
বেরিয়ে আসবে তীক্ষ্ম নখ ।
খেলা শুরু হতে দেরি হচ্ছে,
আম্পায়ার এখনো আসেনি।
খেলার সরঞ্জাম একটা ধবধবে সাদা পাতা
আর একটা কলম ।
কলমটা মিউজিক্যাল পিলো হাতে হাতে ঘুরবে
আমরা চারজন চারটা পদ লিখবো ।
শুধু যে দু’জন নখ বের করে কোনাকুনি বসে আছে
তারা কিছু লিখবে না ।
তারা তাদের নখ ধারালো করবে
লেখার মত সময় তাদের কোথায় ?
প্রথম কলম পেয়েছি আমি,
আম্পায়ার এসে গেছেন।
পিস্তল আকাশের দিকে তাক করে তিনি বললেন,
এ এক ভয়ংকর খেলা,
কবিতার রাশান রোলেট –
যিনি সবচে ভালো পদ লিখবেন
তাকে তৎক্ষণাৎ মেরে ফেলা হবে ।
আমার হাতে কলম কম্পমান
সবচে সুন্দর পদ এসে গেছে আমার মুঠোয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url