আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ

আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ বাংলা প্রেমের কবিতা হুমায়ুন আজাদের কবিতা সমূহ হুমায়ুন আজাদ কবিতা সমগ্র pdf হুমায়ুন আজাদ কবিতা ১৮+ হুমায়ুন আজাদের শ্রেষ্ঠ কবিতা pdf হুমায়ুন আজাদের কবিতা সমগ্র আমাকে ছেড়ে যাওয়ার পর হুমায়ুন প্রেমের কবিতা হুমায়ুন আজাদ উক্তি


আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ
আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ

আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ

আমাকে ভালোবাসার পর – Amake Valobashar Por । হুমায়ুন আজাদ বাংলা প্রেমের কবিতা হুমায়ুন আজাদের কবিতা সমূহ হুমায়ুন আজাদ কবিতা সমগ্র pdf হুমায়ুন আজাদ কবিতা ১৮+ হুমায়ুন আজাদের শ্রেষ্ঠ কবিতা pdf হুমায়ুন আজাদের কবিতা সমগ্র আমাকে ছেড়ে যাওয়ার পর হুমায়ুন প্রেমের কবিতা হুমায়ুন আজাদ উক্তি



আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার,
যেমন হিরোশিমার পর আর কিছুই আগের মতো নেই
উত্তর থেকে দক্ষিণ মেরু পর্যন্ত।

যে কলিংবেল বাজে নি তাকেই মুর্হুমুহু শুনবে বজ্রের মত বেজে উঠতে
এবং থরথর ক’রে উঠবে দরোজাজানালা আর তোমার হৃৎপিন্ড।
পরমুহূর্তেই তোমার ঝনঝন-ক’রে ওঠা এলোমেলো রক্ত
ঠান্ডা হ’য়ে যাবে যেমন একাত্তরে দরোজায় বুটের অদ্ভুদ শব্দে
নিথর স্তব্ধ হ’য়ে যেত ঢাকা শহরের জনগণ।


আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
রাস্তায় নেমেই দেখবে বিপরীত দিক থেকে আসা প্রতিটি রিকশায়
ছুটে আসছি আমি আর তোমাকে পেরিয়ে চ’লে যাচ্ছি
এদিকে-সেদিকে। তখন তোমার রক্ত আর কালো চশমায় এত অন্ধকার
যেনো তুমি ওই চোখে কোন কিছুই দ্যাখো নি।

আমাকে ভালবাসার পর তুমি ভুলে যাবে বাস্তব আর অবাস্তব,
বস্তু আর স্বপ্নের পার্থক্য। সিঁড়ি ভেবে পা রাখবে স্বপ্নের চূড়োতে,
ঘাস ভেবে দু-পা ছড়িয়ে বসবে অবাস্তবে,
লাল টুকটুকে ফুল ভেবে খোঁপায় গুঁজবে গুচ্ছ গুচ্ছ স্বপ্ন।

না-খোলা শাওয়ারের নিচে বারোই ডিসেম্বর থেকে তুমি অনন্তকাল দাঁড়িয়ে
থাকবে এই ভেবে যে তোমার চুলে ত্বকে ওষ্ঠে গ্রীবায় অজস্র ধারায়
ঝরছে বোদলেয়ারের আশ্চর্য মেঘদল।


তোমার যে ঠোঁটে চুমো খেয়েছিলো উদ্যমপরায়ণ এক প্রাক্তন প্রেমিক,
আমাকে ভালবাসার পর সেই নষ্ট ঠোঁট খঁসে প’ড়ে
সেখানে ফুটবে এক অনিন্দ্য গোলাপ।

আমাকে ভালবাসার পর আর কিছুই আগের মত থাকবে না তোমার।
নিজেকে দুরারোগ্য ব্যাধিগ্রস্ত মনে হবে যেনো তুমি শতাব্দীর পর শতাব্দী
শুয়ে আছো হাসপাতালে। পরমুহূর্তেই মনে হবে
মানুষের ইতিহাসে একমাত্র তুমিই সুস্থ, অন্যরা ভীষণ অসুস্থ।

শহর আর সভ্যতার ময়লা স্রোত ভেঙে তুমি যখন চৌরাস্তায় এসে
ধরবে আমার হাত, তখন তোমার মনে হবে এ-শহর আর বিংশ শতাব্দীর
জীবন ও সভ্যতার নোংরা পানিতে একটি নীলিমা-ছোঁয়া মৃণালের শীর্ষে
তুমি ফুটে আছো এক নিষ্পাপ বিশুদ্ধ পদ্ম - পবিত্র অজর।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url