ব্ল্যাক মার্কেট – Black Market ৷ সুকান্ত ভট্টাচার্য ছোটদের ছড়া কবিতা

ব্ল্যাক মার্কেট – Black Market ৷ সুকান্ত ভট্টাচার্য ছোটদের ছড়া কবিতা মহাজন কবিতা সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা অভিযান সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য ছদ্মনাম সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর হরতাল সুকান্ত ভট্টাচার্য ঐতিহাসিক সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কবিতা


ব্ল্যাক মার্কেট – Black Market ৷ সুকান্ত ভট্টাচার্য ছোটদের ছড়া কবিতা
ব্ল্যাক মার্কেট – Black Market ৷ সুকান্ত ভট্টাচার্য ছোটদের ছড়া কবিতা


ব্ল্যাক মার্কেট – Black Market ৷ সুকান্ত ভট্টাচার্য ছোটদের ছড়া কবিতা মহাজন কবিতা সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা অভিযান সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য ছদ্মনাম সুকান্ত ভট্টাচার্য প্রশ্ন উত্তর হরতাল সুকান্ত ভট্টাচার্য ঐতিহাসিক সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্য কবিতা


ব্ল্যাক মার্কেট

– সুকান্ত ভট্টাচার্য


হাত করে মহাজন, হাত করে জোতদার,

ব্ল্যাক-মার্কেট করে ধনা রাম পোদ্দার

গরীব চাষীকে মেরে হাতখানা পাকালো

বালিগঞ্জেতে বাড়ি খান ছয় হাঁকালো।

কেউ নেই ত্রিভুবনে, নেই কিছু অভাবও

তবু ছাড়ল না তার লোক-মারা স্বভাবও।

একা থাকে, তাই হরি চাকরটা রক্ষী

ত্রিসীমানা মাড়ায় না তাই কাক-পক্ষী।

বিশ্বে কাউকে রাম কাছে পেতে চান না,

হরিই বাজার করে, সে-ই করে রান্না।

এমনি ক’রেই বেশ কেটে যাচ্ছিল কাল,

হঠাৎ হিসেবে রাম দেখলেন গোলমাল,

বললেন চাকরকে : কিরে ব্যাটা কি ব্যাপার ?

এত টাকা লাগে কেন বাজারেতে রোজকার ?

আলু তিন টাকা সের ? পটল পনেরো আনা ?

ভেবেছিস বাজারের কিছু বুঝি নেই জানা ?

রোজ রোজ চুরি তোর ? হতভাগা, বজ্জাত !

হাসছিস ? এক্ষুণি ভেঙে দেব সব দাঁত।

খানিকটা চুপ ক’রে বলল চাকর হরি :

আপনারই দেখাদেখি ব্ল্যাক-মার্কেট করি।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url