জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা

জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা জোনাকি নিয়ে প্রেমের কবিতা রাতের জোনাকি কবিতা জোনাকি নিয়ে উক্তি জোনাকির ছন্দ স্বদেশ আহসান হাবীব জোনাকি কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত জোনাকি কবিতা বুদ্ধদেব বসু ইচ্ছে কবিতা আহসান হাবীব

জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা
জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা

জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা

জোনাকিরা – Jonakira । আহসান হাবীব এর কবিতা জোনাকিরা জোনাকি নিয়ে প্রেমের কবিতা রাতের জোনাকি কবিতা জোনাকি নিয়ে উক্তি জোনাকির ছন্দ স্বদেশ আহসান হাবীব জোনাকি কবিতা সত্যেন্দ্রনাথ দত্ত জোনাকি কবিতা বুদ্ধদেব বসু ইচ্ছে কবিতা আহসান হাবীব


তারা- একটি দুটি তিনটি করে এলো
তখন- বৃষ্টি-ভেজা শীতের হাওয়া
বইছে এলোমেলো,
তারা- একটি দু’টি তিনটি করে এলো।
থই থই থই অন্ধকারে
ঝাউয়ের শাখা দোলে
সেই- অন্ধকারে শন শন শন
আওয়াজ শুধু তোলে।
ভয়েতে বুক চেপে
ঝাউয়ের শাখা , পাখির পাখাউঠছে কেঁপে কেঁপে ।
তখন- একটি দু’টি তিনটি করে এসে
এক শো দু শো তিন শো করে
ঝাঁক বেঁধে যায় শেষে
তারা- বললে ও ভাই, ঝাউয়ের শাখা,
বললে, ও ভাই পাখি,
অন্ধকারে ভয় পেয়েছো নাকি ?
যখন- বললে, তখন পাতার ফাঁকে
কী যেন চমকালো।
অবাক অবাক চোখের চাওয়ায়
একটুখানি আলো।
যখন- ছড়িয়ে গেলো ডালপালাতে
সবাই দলে দলে
তখন- ঝাউয়ের শাখায়- পাখির পাখায়
হীরে-মানিক জ্বলে।
যখন- হীরে-মানিক জ্বলে
তখন- থমকে দাঁড়াঁয় শীতের হাওয়া
চমকে গিয়ে বলে-
খুশি খুশি মুখটি নিয়ে
তোমরা এলে কারা?
তোমরা কি ভাই নীল আকাশের তারা ?আলোর পাখি নাম জোনাকি
জাগি রাতের বেলা,
নিজকে জ্বেলে এই আমাদের
ভালোবাসার খেলা।
তারা নইকো- নইকো তারা
নই আকাশের চাঁদ
ছোট বুকে আছে শুধুই
ভালোবাসার সাধ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url