ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা

ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা প্রেমের কবিতা নির্মলেন্দু গুণ বাংলা কবিতা কবি নির্মলেন্দু গুণ তোমাকে স্পর্শ করতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু তোমার জন্য কবিতা তোমার চোখ এতো লাল কেন অনন্ত বিরহ চাই


ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা
ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা

ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা

ওটা কিছু নয় – Ota Kicu Noy ৷ নির্মলেন্দু গুণ প্রেমের কবিতা প্রেমের কবিতা নির্মলেন্দু গুণ বাংলা কবিতা কবি নির্মলেন্দু গুণ তোমাকে স্পর্শ করতে গিয়ে সুনীল গঙ্গোপাধ্যায় কবিতা সমগ্র সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা শুধু তোমার জন্য কবিতা তোমার চোখ এতো লাল কেন অনন্ত বিরহ চাই



এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
একটু দাঁড়াও আমি তৈরী হয়ে নিই ।
এইবার হাত দাও, টের পাচ্ছো আমার অস্তিত্ব ? পাচ্ছো না ?
তেমার জন্মান্ধ চোখে শুধু ভুল অন্ধকার । ওটা নয়, ওটা চুল ।
এই হলো আমার আঙ্গুল, এইবার স্পর্শ করো,–না, না, না,
-ওটা নয়, ওটা কন্ঠনালী, গরলবিশ্বাসী এক শিল্পীর
মাটির ভাস্কর্য, ওটা অগ্নি নয়, অই আমি–আমার যৌবন ।

সুখের সামান্য নিচে কেটে ফেলা যন্ত্রণার কবন্ধ–প্রেমিক,
ওখানে কী খোঁজ তুমি ? ওটা কিছু নয়, ওটা দুঃখ ;
রমণীর ভালোবাসা না-পাওয়ার চিহ্ন বুকে নিয়ে ওটা নদী,
নীল হয়ে জমে আছে ঘাসে,–এর ঠিক ডানপাশে , অইখানে
হাত দাও, হ্যাঁ, ওটা বুক, অইখানে হাতা রাখো, ওটাই হৃদয় ।


অইখানে থাকে প্রেম, থাকে স্মৃতি, থাকে সুখ, প্রেমের সিম্পনি ;
অই বুকে প্রেম ছিল, স্মৃতি ছিল, সব ছিল তুমিই থাকো নি ।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url