প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ

প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ প্রতিদান কবিতার নৈব্যক্তিক প্রতিদান কবিতার লাইন ব্যাখ্যা প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর pdf প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর সহ প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি প্রতিদান কবিতার পাঠ পরিচিতি প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন প্রতিদান কবিতার শব্দার্থ

প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ
প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ

‘প্রতিদান’ কবিতাটি  ‘পল্লিকবি’ খ্যাত কবি জসীমউদ্দীনের ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে । এই কবিতায় কবির পরার্থপর চেতনার প্রকাশ ঘটেছে । এই কবিতার মধ্য দিয়ে ব্যক্তিস্বার্থ বিসর্জন দিয়ে অন্যের জন্য নিজেকে নিবেদন করার কথা বলা হয়েছে । কারণ পরার্থপরতাই জীবনের প্রকৃত উদ্দেশ্য । পরার্থপর মানুষই প্রকৃত সুখী । কবির চিন্তার মধ্য দিয়ে আমরা বুঝতে পারি যে, সমাজ- সংসারে বিদ্যমান হিংসা - বিভেদ, বৈষম্য, প্রতিশোধ আর প্রতিহিংসা দূর করতে হবে । তা হলেই সুন্দর সমাজ প্রতিষ্ঠিত হবে । কারণ মানুষ সহনশীল হলেই সুন্দর পৃথিবী নির্মাণ করা সম্ভব । কবি তাই তাঁর প্রতি অন্যায়, অবিচার ও হিংসা করা ব্যক্তিকে ক্ষমা করে বুকে টেনে নেন । কারণ তিনি সাম্য ও ভ্রাতৃত্বের পৃথিবী প্রত্যাশা করেন ।

সহজ ভাষায় এই কবিতার মূল কথা: অপরের প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত তা এই কবিতায় কবি জসীমউদ্দিন আমাদের বোঝানোর চেষ্টা করেছেন । এই কবিতায় কবি শত্রুর উপকার করার মাধ্যেমে শত্রুকে বন্ধুতে রুপান্তরিত করতে চেয়েছেন সর্বপরি এই কবিতায় কবির পরোপকারী মনোভাব ফুটে উঠেছে ।


প্রতিদান কবিতার ব্যাখ্যা:

প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ প্রতিদান কবিতার নৈব্যক্তিক প্রতিদান কবিতার লাইন ব্যাখ্যা প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন ও উত্তর pdf প্রতিদান কবিতার সৃজনশীল প্রশ্ন উত্তর সহ প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি প্রতিদান কবিতার পাঠ পরিচিতি প্রতিদান কবিতার অনুধাবন প্রশ্ন প্রতিদান কবিতার শব্দার্থ




"আমার এ ঘর ভাঙিয়াছে যেবা, আমি বাঁধি তার ঘর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"


ব্যাখ্যা: কবির ঘর যে ভেঙ্গে দিয়েছে কবি তার ঘর বেঁধে দিয়ে তাকে আপন করতে চান ।



"যে মোরে করিল পথের বিবাগী, –
পথে পথে আমি ফিরি তার লাগি।"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবিকে বাড়ি ছাড়া করেছে কবি তাকেই পথে পথে খুঁজেন ।





"দীঘল রজনী তার তরে জাগি ঘুম যে হরেছে মোর ;
আমার এ ঘর ভাঙিয়াছে যেবা আমি বাঁধি তার ঘর।"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবির এতই ক্ষতি করেছে যে কবি দুশ্চিন্তায় ঘুমাতে পারছে না: তার জন্য কবি প্রয়োজনে রাত জেগে জেগে তার উপকার করতে চান । অর্থাৎ কবির এখানে পরোপকারী মনোভাব ফুটে উঠেছে । শত্রুর উপকার করার মাধ্যমে শত্রুকে বন্ধুতে রুপান্তরিত করতে চেয়েছেন ।



প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ
প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ






"আমার এ কুল ভাঙিয়াছে যেবা আমি তার কুল বাঁধি,"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: কবির কূল যে ভেঙ্গে দিয়েছে অর্থাৎ কবির সুখ শান্তির যে নষ্ট করেছে তার কূল বা ঘর কবি বেঁধে দিবেন ।




"যে গেছে বুকেতে আঘাত হানিয়া তার লাগি আমি কাঁদি;"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবির বুকে আঘাত করেছেন অর্থাৎ কষ্ট দিয়েছেন তার জন্য কবি কাঁদতে চান । 




"সে মোরে দিয়েছে বিষে ভরা বাণ,
আমি দেই তারে বুকভরা গান;"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবির বুকে বিষমাখা তীর মেরেছে অর্থাৎ কবিকে কটু কথা বলেছেন: কবি তার জন্য ভালোবাসার গান গেয়ে তার হৃদয় জয় করতে চান । 





"কাঁটা পেয়ে তারে ফুল করি দান সারাটি জনম ভর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবিকে কাঁটা দিয়েছেন অর্থাৎ কবির জীবনে চলার পথে বাঁধার সৃষ্টি করেছেন তাকে কবি আপন করার চেষ্টা করেন ।




প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ
প্রতিদান কবিতার ব্যাখ্যা - প্রতিদান কবিতার শব্দের অর্থ




"মোর বুকে যেবা কবর বেঁধেছে আমি তার বুক ভরি,
রঙিন ফুলের সোহাগ-জড়ান ফুল-মালঞ্চ ধরি ।"

প্রতিদান কবিতারব্যাখ্যা:  যে কবির এতই ক্ষতি করেছেন যে কবির মনে হচ্ছে যে তিনি মৃত প্রায় বা কবরে চলে গিয়েছেন তাকেও কবি ভালবাসার ফুল দিয়ে আপন করে চান । 






"যে মুখে সে কহে নিঠুরিয়া বার্ণী,
আমি লয়ে সখি, তারি মুখখানি,
কত ঠাঁই হতে কত কি যে আনি, সাজাই নিরন্তর,
আপন করিতে কাঁদিয়া বেড়াই যে মোরে করেছে পর।"

প্রতিদান কবিতার ব্যাখ্যা: যে কবিকে নিষ্ঠুর বা কটু কথা বলেছেন তা সন্মানার্থে ভালো কতাবার্তার ফুলঝড়ি সাজিয়ে তাকে আপন করার চেষ্টা করেছেন । এখানে কবি শত্রুর সাথে আপোষ করে ভালোবাসার মাধ্যমে শত্রুর হৃদয় জয় করার কথা ব্যক্ত করেছেন  ।



প্রতিদান কবিতার শব্দের অর্থ:


বাঁধি – বেঁধে দিই, বন্ধন করি।

কুল – বংশ, আভিজাত্য।

বিষ – গরল, দ্বেষ।

বাণ – তীর, শর।

জনম – জন্ম।

রঙিন – রঞ্জিত, বিচিত্র বর্ণে রঞ্জিত বা শোভিত।

বাণী – ভাষা, উত্তি, ভাষণ।

সখি – সহচরী, বান্ধবী।



প্রতিদান কবিতার বানান:

কাঁদা, দীঘল, রজনী, কুল, আঘাত, বিষ, বাণ, কাঁটা, জনম, রঙিন, মালঞ্চ, নিঠুরিয়া, বাণী, সখি, ঠাঁই, নিরন্তর।


প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন:


‘প্রতিদান’ কবিতাটি কবি জসীমউদ্দীন রচিত।

জসীমউদ্দীন পল্লিকবি হিসেবে খ্যাত।

‘প্রতিদান’ কবিতাটি ‘বালুচর’ কাব্যগ্রন্থ থেকে সংকলিত হয়েছে।

‘প্রতিদান’ কবিতাটির উপজীব্য বিষয় পরার্থপরতা।

কবি মহৎ, উদার, ক্ষমাশীল হৃদয়ের মানুষ, তাই তিনি শত্রুকেও আপন করে নেন।

‘প্রতিদান’ কবিতায় প্রতিদানে ঘর বাঁধা, দীঘল রজনী জাগা, বুকভরা গান দেওয়ার কথা বলা হয়েছে।

কবি নিঠুর বাণী উচ্চারণকারীর মুখখানিও ভালোবাসেন।

যে ব্যক্তি কবিকে কষ্ট দেয় তিনি নিরন্তর তাকে আপন করতে কেঁদে বেড়ান।

কবি অনিষ্টকারীর উপকার করার মধ্য দিয়ে পৃথিবীকে সুন্দর করতে চান।




Tags: প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর pdf, বিদ্রোহী কবিতাটি কোন ছন্দে রচিত তাহারেই পড়ে মনে কবিতা কোন ছন্দে রচিত প্রতিদান কবিতার চরণ সংখ্যা কতটি প্রতিদান কবিতার নৈর্ব্যক্তিক প্রতিদান কবিতার mcq প্রতিদান কবিতার জ্ঞানমূলক প্রশ্ন প্রতিদান কবিতার ব্যাখ্যা রাখালী কাব্যগ্রন্থ সমালোচনা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url