গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ হোথা যাস নে । রবীন্দ্র সংগীত

গোলাপ ফুল ফুটিয়ে আছে - Golap Phul Phutiye Achhe । রবীন্দ্র সংগীত
গোলাপ ফুল ফুটিয়ে আছে, মধুপ হোথা যাস নে । রবীন্দ্র সংগীত


গোলাপ ফুল ফুটিয়ে আছে - Golap Phul Phutiye Achhe । রবীন্দ্র সংগীত

গোলাপ ফুল ফুটিয়ে আছে - Golap Phul Phutiye Achhe । রবীন্দ্র সংগীত প্রেম ও প্রকৃতি রবীন্দ্রনাথের গানের লাইন ক্যাপশন প্রেমের রবীন্দ্র সংগীত লিরিক্স প্রেম পর্যায়ের কবিতা বোলো হৃদয়ের মনি আদরিনী মোর আমি স্বপনে রয়েছি ভোর




গোলাপ ফুল ফুটিয়ে আছে,     মধুপ, হোথা যাস নে --

ফুলের মুধু লুটিতে গিয়ে         কাঁটার ঘা খাস নে॥

হেথায় বেলা, হোথায় চাঁপা      শেফালি হোথা ফুটিয়ে

ওদের কাছে মনের ব্যথা           বল্‌ রে মুখ ফুটিয়ে॥

ভ্রমর কহে, "হেথায় বেলা         হোথায় আছে নলিনী --

ওদের কাছে বলিব নাকো         আজিও যাহা বলি নি।

মরমে যাহা গোপন আছে         গোলাপে তাহা বলিব--

বলিতে যদি জ্বলিতে হয়          কাঁটারই ঘায়ে জ্বলিব।'




Tags: গোলাপ ফুল ফুটিয়ে আছে - Golap Phul Phutiye Achhe । রবীন্দ্র সংগীত প্রেম ও প্রকৃতি রবীন্দ্রনাথের গানের লাইন ক্যাপশন প্রেমের রবীন্দ্র সংগীত লিরিক্স প্রেম পর্যায়ের কবিতা বোলো হৃদয়ের মনি আদরিনী মোর আমি স্বপনে রয়েছি ভোর

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url