বঙ্গবাণী – Bongobani । Bangla Kobita - আবদুল হাকিম

 

বঙ্গবাণী – Bongobani । Bangla Kobita - আবদুল হাকিম
বঙ্গবাণী – Bongobani । Bangla Kobita - আবদুল হাকিম

বঙ্গবাণী – Bongobani by Abdul Hakim । Bangla Kobita

বঙ্গবাণী – Bongobani by Abdul Hakim । Bangla Kobita - আবদুল হাকিম বঙ্গবাণী কবিতার সারাংশ বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত বঙ্গবাণী কবিতা pdf বঙ্গবাণী কবিতার লেখক কে বঙ্গবাণী কবিতার নৈব্যক্তিক বঙ্গবাণী কবিতার লাইনের ব্যাখ্যা বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী mcq




বঙ্গবাণী

– আবদুল হাকিম





কিতাব পড়িতে যার নাহিক অভ্যাস।
সে সবে কহিল মোতে মনে হাবিলাষ।।
তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন।
নিজ পরিশ্রম তোষি আমি সর্বজন।।
আরবি ফারসি শাস্ত্রে নাই কোন রাগ।
দেশী ভাষে বুঝিতে ললাটে পুরে ভাগ।।
আরবি ফারসি হিন্দে নাই দুই মত।
যদি বা লিখয়ে আল্লা নবীর ছিফত।।
যেই দেশে যেই বাক্য কহে নরগণ।
সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন।।
সর্ববাক্য বুঝে প্রভু কিবা হিন্দুয়ানী।
বঙ্গদেশী বাক্য কিবা যত ইতি বাণী।।
মারফত ভেদে যার নাহিক গমন।
হিন্দুর অক্ষর হিংসে সে সবের গণ।।
যে সবে বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী।
সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি।।
দেশী ভাষা বিদ্যা যার মনে না জুয়ায়।
নিজ দেশ তেয়াগী কেন বিদেশ ন যায়।।
মাতা পিতামহ ক্রমে বঙ্গেত বসতি।
দেশী ভাষা উপদেশ মনে হিত অতি।।







Tags: বঙ্গবাণী – Bongobani by Abdul Hakim । Bangla Kobita - আবদুল হাকিম বঙ্গবাণী কবিতার সারাংশ বঙ্গবাণী কবিতাটি কোন শতকে রচিত বঙ্গবাণী কবিতা pdf বঙ্গবাণী কবিতার লেখক কে বঙ্গবাণী কবিতার নৈব্যক্তিক বঙ্গবাণী কবিতার লাইনের ব্যাখ্যা বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত বঙ্গবাণী mcq


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url