চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 । কবিতা - সুকান্ত ভট্টাচার্য

চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 । কবিতা - সুকান্ত ভট্টাচার্য
চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 । কবিতা - সুকান্ত ভট্টাচার্য

 

চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 by Sukanto Vottacharjjo

চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 by Sukanto Vottacharjjo । কবিতা - সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা সুকান্ত ভট্টাচার্য কবিতা সমগ্র বুদ্ধদেব ভট্টাচার্য কবিতা দেশাত্মবোধক গল্প আমার দেশ কবিতা স্বাধীনতা দিবসের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর দেশাত্মবোধক কবিতা বাচ্চাদের 



চট্টগ্রাম : ১৯৪৩

- সুকান্ত ভট্টাচার্য



ক্ষুধার্ত বাতাসে শুনি এখানে নিভৃত এক নাম—
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
বিক্ষত বিধ্বস্ত দেহে অদ্ভুত নিঃশব্দ সহিষ্ণুতা
আমাদের স্নায়ুতে স্নায়ুতে
বিদ্যুৎপ্রবাহ আনে, আনে আজ চেতনার দিন;
চট্টগ্রাম: বীর চট্টগ্রাম!
এখনো নিস্তব্ধ তুমি
তাই আজো পাশবিকতার
দুঃসহ মহড়া চলে,
তাই আজো শত্রুরা সাহসী।
জানি আমি তোমার হৃদয়ে
অজস্র ঔদার্য আছে; জানি আছে সুস্থ শালীনতা
জানি তুমি আঘাতে আঘাতে
এখনও স্তিমিত নও, জানি তুমি এখনো উদ্দাম—
হে চট্টগ্রাম!

তাই আজো মনে পড়ে রক্তাক্ত তোমাকে
সহস্র কাজের ফাঁকে মনে পড়ে শার্দুলের ঘুম
অরণ্যের স্বপ্ন চোখে, দাঁতে নখে প্রতিজ্ঞা কঠোর।
হে অভুক্ত ক্ষুদিত শ্বাপদ—
তোমার উদ্যত থাবা, সংঘবদ্ধ প্রতিটি নখর
এখনো হয় নি নিরাপদ।
দিগন্তে দিগন্তে তাই ধ্বনিত গর্জন
তুমি চাও শোণিতের স্বাদ—
যে স্বাদ জেনেছে স্তালিনগ্রাদ।

তোমার সংকল্পস্রোতে ভেসে যাবে লোহার গরাদ
এ তোমার নিশ্চিত বিশ্বাস।
তোমার প্রতিজ্ঞা তাই আমার প্রতিজ্ঞা, চট্টগ্রাম!
আমার হৃৎপিণ্ডে আজ তারি লাল স্বাক্ষর দিলাম।।







Tags: চট্টগ্রাম ১৯৪৩ – Chattogram 1943 by Sukanto Vottacharjjo । কবিতা - সুকান্ত ভট্টাচার্য সুকান্ত ভট্টাচার্যের বিখ্যাত কবিতা সুকান্ত ভট্টাচার্য কবিতা সমগ্র বুদ্ধদেব ভট্টাচার্য কবিতা দেশাত্মবোধক গল্প আমার দেশ কবিতা স্বাধীনতা দিবসের কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর দেশাত্মবোধক কবিতা বাচ্চাদের

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url