আমার দেশের চোরেরা - কবিতা । শাহ জামাল উদ্দিন

আমার দেশের চোরেরা

শাহ জামাল উদ্দিন

----------------------------------

আজকাল চোরদের ব্যাপক উন্নয়ন দেখা যায়
চুরির টাকায় জনগন নিরুপায়
ওরা সাঁ-সাঁ শব্দে উড়ে যায় কানাডা আমেরিকায় কখনো ভারতের আঙ্গিনায়
এ দেশের বধিরও শুনতে পায় অন্ধও দেখতে পায়
শুধু দেখেনা তারা যারা থাকে পহারায় ।

বড় বড় প্রকল্পের টাকা চুরি করে বিকল্প পথে
বদমাশ লোকগুলো সবকিছু দেখে চশমার ফাঁক দিয়ে
গরীবের করের টাকা শ্রমিকের ঘামঝরা -
স্বাস্থ্য ব্যাংক বীমা শেয়ার মার্কেট শিক্ষা
বাদ রাখে নাই কোনটাই তারা ।

স্বদেশ আমার তুমি কি বিকলাঙ্গ হয়ে গেছ
চিৎকার শুনিনা কেন
ওদের গোপন আয়ের হিসাব প্রকাশ পেলে আমাদের গুডবাই বলে দেশ ছাড়ে ।

ব্যাথিত স্বাধীনতা তোমাকে দিতে পারি না কোন সান্ত্বনা
একদিন ওদের সুখ দুঃখময় হবে
সামনে চোরেদের পরাজয় আছে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url