আষাঢ়ের এক পূর্ণিমা রাতে - কবিতা । শাহ জামাল উদ্দিন

আষাঢ়ের এক পূর্ণিমা রাতে

শাহ জামাল উদ্দিন

------------------------

আষাঢ়ের এক পূর্ণিমার রাতে ইচ্ছে করলো নিজেকে
সমর্পন করি চাঁদের কাছে
স্নিগ্ধ চাঁদ আমাকে স্পর্শ করছে চারিদিক থেকে
অভাবনীয় আদরে
তখন ভেসে বেড়ালাম অলৌকিক মেঘমালার দেশে
সবকিছু অশ্চর্য অচেনা লাগছে আকাশে

এলোমেলো জীবনে যেনো একটুকরো সুন্দরের সাথে
দেখা হয়ে গেল সেই রাতে
--আমি আবার জন্ম নিলাম এই পৃথিবীর কোমল হাতে--

অতঃপর থেকে যেতে চাইলাম হাজার বছর এখানে
বনভূমির শীতল সুন্দরের সাথে
--জীবনের এইসব দান আমি গ্রহন করলাম নীবিড় হাতে--
আষাঢ়ের সেই পূর্ণিমার রাতে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url