একলহমায় বদলে যায় - কবিতা । শাহ জামাল উদ্দিন

একলহমায় বদলে যায়

শাহ জামাল উদ্দিন

---------------------------

ঝরা পাতার নিসর্গে বসে দেখলাম আমি
একলহমায় বদলে গেল আমার জীবনের ছবি !

এইতো সেদিন আমার শৈশবে ছিল
অষ্টপ্রহর মাতামাতি বদলে গেলাম আমি ।

মনে হয় কিছুক্ষন আগে তুমিও ছিলে উজ্বল ঘরনী
এখন দেখি অসুস্থ স্পন্দনে শঙ্কিত তুমি ।

সময়ের ঠান্ডা কামড়ে ঢলে পড়া শরির আমার
আর চারিদিকে দেখি কুয়াশার ঘর ।

ঝরা পাতার নিসর্গে বসে দেখলাম আমি
একলহমায় বদলে গেল আমার জীবনের ছবি !

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url