Bangla Good Night SMS Shuvo Ratri SMS Good Night SMS

Bangla Good Night SMS Shuvo Ratri SMS Good Night SMS, Good Night sms 2020, Bangla Good Night SMS 2020 bengali good night sms 140 words, good night in bengali english, bengali good night message, bengali good night shayari, bengali good night scrap, good night image in bengali language, good night bangla image free download, shubh ratri sms in bengali, gd ni8 bangla sms, good night bangla image free download, bengali subha ratri, bangla good morning sms, good evening bengali, sweet dreams in bengali, sleeping sms bangla, good night mane ki, bangla message, share chat good night bengali, good morning sms for gf in bengali, night bangla, good night bangla kobita photo, goodnight in bengali, good night pick bangali, bengali poem on night, bangla sms for friend, good night sms english, good night jokes in bengali, bristi veja suvo ratri, bengali good morning message, bengali poems on night, shubh sandhya sms in bengali, bangla kobita in hindi, ovimaner sms bangla, bondhu shayari bengali, bangla status in hindi, bengali good night wallpaper, love sad sms bengali download

Bangla Good Night SMS Shuvo Ratri SMS Good Night SMS


Bangla Good Night SMS Shuvo Ratri SMS Good Night SMSমিষ্টি মিষ্টি রাত, আকাশে নেই চাঁদ
মেঘে ঢাকা আকাশ, ঠাণ্ডা ঠাণ্ডা বাতাস
ঘুমিয়ে গেছে পাখি, মিটি মিটি আলো দেয় জোনাকি ।
তোমাকে জানাই ** শুভ রাত্রি ****


জ্যোৎস্না ভরা চাঁদের আলো,
বন্ধু তুমি থেকো ভালো,
রাত্রি এবার অনেক হলো,
ঘুম আমায় জানিয়ে দিলো ।
*** গুড নাইট ***


রাত মানে গভীর নেশা, স্বপ্ন দেখার আশা,
রাত মানে লুকিয়ে থাকা, উষ্ণ ভালোবাসা,
রাত মানে চোখটি বুজে, সৃতির মোড়ক খোলা,
রাত মানে তোমায় আমার ‘শুভ রাত্রি’ বলা ।রাতের পাখিরা পাখনা মেলে, ডাকছে তোমায় মিষ্টি সুরে,
উঁকি দিয়ে চাঁদের আলো, বলছে তোমায় রাত্রি হলো,
আকাশ দেশের নীল পরিরা, বলছে এবার ঘুমিয়ে পড়।
**** শুভ রাত্রি ****


চোখ দুটি বুজে ফেলো অনেক হলো রাত,
কালকে আবার চোখ মেলে দেখবো সুপ্রভাত,
সারারাত ঘুমের মাঝে স্বপ্ন দেখো খুব,
অনেক রাত হলো এবার দাও ঘুম সাগরে ডুব ।
**** শুভ রাত্রি ****


সকাল গেলো দুপুর গেলো, বিকেল শেষে সন্ধ্যা গেলো,
এখন গভীর রাত্রি, বন্ধু বিদায় জানাই, জানাই শুভ রাত্রি,
গভীর ঘুমে স্বপ্ন লোকে, হয় যেন মিষ্টি,
নতুন প্রভাতের সন্নিকটে জানাই শুভ রাত্রি ।
স্বপ্ন মানে বাতির খেলা!!

স্বপ্ন ভালোবাসা!!

স্বপ্ন মানে রাতের মাঝে লুকিয়ে রাখা আশা!!

স্বপ্ন মানে দুঃখ ভুলে নতুন পথযাত্রী!!

স্বপ্ন মানে মিষ্টি মুখে জানায় শুভরাত্রি!!আকাশ জুড়ে তারার মেলা আর চাঁদের খেলায় ভুলা মন।

মন চাইছে খুশি থাকুক আমার আপনজন।

নীল রঙ্গের আকাশ এখন দেখা যাচ্ছে কালো,

আমি আছি বিন্দাস আর তোমরাও থেক ভালো।

**শুভ_রাত্রী**সবার চোখে ঘুম এখন নীরব রাত,

আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো,

কোন সুখের আশায় আমার এই রাত জাগা

কেন মন আজ দিশে হারা। #গুড_নাইট।আজকের এই উত্তাল রাতে,

আকাশের পানে তাকিয়ে,

চাঁদের সৌন্দর্য দেখে,

মন কে শান্ত রাখার চেষ্টা করে,

তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।
জোনাকি হল রাতের বাতি।

স্বপ্ন নাকি ঘুমের সাথি।

মন হল মায়াবী পাখি।

ফ্রেন্ড নাকি সুখ দুঃখের সাথি।

তাই জানাই তোমাদের ‘শুভ রাত্রি’
রাত শুধু আধার নয়, একটু খানি আলো।

রাত শুধু খারাপ নয়,

স্বপ্ন গুলো ভালো। তাই ঘুমিয়ে পর,

ভাল থেক। শুভ রাত্রি।ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,

তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,

নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী,

ক্লান্ত ক্ষনে তাইত জানাই [[>শুভ রাত্রী<]]
নিরব নিস্তব্ধ এই রাতে,

আমি জেগে আছি ঐ জোনাকি পোকার সাথে।

দেখেছি আমি ঐ দূর আকাশের চাঁদ,

এইভাবে কেটে যায় আমার দুঃখ ভরা রাত….

*-+-*শুভ রাত্রি*-+-*
পাগলী আমার ঘুমিয়ে পড়েছে !

মুঠোফোন তাই শান্ত,
আমি রাত জেগে দিচ্ছি পাহারা মুঠোফোনের এই প্রান্ত ।

এ কথা যদি সে জানতো ? ‘শুভ রাত্রি’
আমার কথা না ভেবেই তুমি ঘুমিয়ে পরবে এটা হতে পারে না..

ঘুমাতে গেলে আমার কথা তোমার মনে পর্বেই..

তোমার মন কে তুমি বাধা দিতে পারবে না.

এটাই হল ভালবাসা. GOOD NIGHT
ভোরের আলো উঠবে ফোটে রাতের অবসানে,

তোমায় আবার জাগতে হবে নতুন আলোর টানে,

নতুন দিনে চলতে হবে নতুন পথের যাত্রী, 

ক্লান্তক্ষনে তাইত জানাই শুভ রাত্রী
রাত মানে গভীর নেশা,স্বপ্ন দেখার আশা,

রাত মানে লুকিয়ে থাকা উষ্ণভালবাসা,

রাত মানে চোখটি বুজে স্রিতির মোড়ক খোলা,

রাত মানে তোমাদের আমার শুভ রাত্রি বলা ।সবার চোখে ঘুম এখন নীরব রাত,

আমার চোখে ঘুম নাই কেন বলতে পারো,

কোন সুখের আশায় আমার

এই রাত জাগা কেন মন আজ দিশে হারা। গুড_নাইট
দিন গেল ফুরিয়ে, রাত এসেছে দাঁড়িয়ে।

পড়াশোনা ছেড়ে চলো ঘুমিয়ে পড়ি এখন,

স্বপ্ন যেন দেখতে পাই মনের মতন। শুভ রাত্রি।

আজকের এই উত্তাল রাতে, আকাশের পানে তাকিয়ে,

চাঁদের সৌন্দর্য দেখে,

মন কে শান্ত রাখার চেষ্টা করে,

তোমাদের সকলকে জানাই শুভ রাত্রি।আকাশ এখানে অসীম নীল ডানা মেলে উড়ে যায়,

স্বপ্নের গাংচিল স্নিগ্ধ সকাল তার প্রতীক্ষায়,

ক্লান্ত দুপুর থমকে দাঁড়ায় এই দিগন্ত,

চোখের সীমানায় কেউ কি ডাকে?

নিশ্চুপ গভীর মায়ায়? শুভ রাত্রি ।
কিছু মানুষ ভালোবাসে , কিছু মানুষ স্বপ্ন বাধে ।

কিছু মানুষ আধার রাতে , চাঁদের সাথে কথা বলে ।

কিছু মানুষ দুঃখ পোষে, কিছু মানুষ কষ্ট খোঁজে ।

কিছু মানুষ জোছনা রাতে,

একাকী হয়ে চোখের জল ফেলে ।GooD Nightএই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url