তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা

তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা Tomar Chibok Chobo Kalima Chobo Na অনেক কষ্টে আছি তুমি আবুল হাসান আবুল হাসানের কবিতা আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে ভালোবাসি না কবিতা কবিতা নিঃসঙ্গতা ভালোবাসারকবিতা ভালোবাসার কবিতা লিখবো না


তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা
তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা


তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা

তোমার চিবুক ছোঁবো কালিমা ছোঁবো না আবুল হাসান প্রেমের কবিতা Tomar Chibok Chobo Kalima Chobo Na অনেক কষ্টে আছি তুমি আবুল হাসান আবুল হাসানের কবিতা আমার এখন নিজের কাছে নিজের ছায়া খারাপ লাগে ভালোবাসি না কবিতা কবিতা নিঃসঙ্গতা ভালোবাসারকবিতা ভালোবাসার কবিতা লিখবো না




এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো, তোমার ভিতরে এক অসম্পূর্ণ যাতনা আছেন,
তিনি যদি আমাকে বলেন, তুই শুদ্ধ হ’ শুদ্ধ হবো
কালিমা রাখবো না!

এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
তোমার ওখানে যাবো; তোমার পায়ের নীচে পাহাড় আছেন
তিনি যদি আমাকে বলেন, তুই স্নান কর
পাথর সরিয়ে আমি ঝর্ণার প্রথম জলে স্নান করবো
কালিমা রাখবো না!


এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
এখন তোমার কাছে যাবো
তোমার ভিতরে এক সাবলীল শুশ্রূষা আছেন
তিনি যদি আমাকে বলেন, তুই ক্ষত মোছ আকাশে তাকা–
আমি ক্ষত মুছে ফেলবো আকাশে তাকাবো
আমি আঁধার রাখবো না!

এ ভ্রমণ আর কিছু নয়, কেবল তোমার কাছে যাওয়া
যে সকল মৌমাছি, নেবুফুল গাভীর দুধের সাদা
হেলেঞ্চা শাকের ক্ষেত
যে রাখাল আমি আজ কোথাও দেখি না– তোমার চিবুকে
তারা নিশ্চয়ই আছেন!

তোমার চিবুকে সেই গাভীর দুধের শাদা, সুবর্ণ রাখাল
তিনি যদি আমাকে বলেন, তুই কাছে আয় তৃণভূমি
কাছে আয় পুরনো রাখাল!
আমি কাছে যাবো আমি তোমার চিবুক ছোঁবো, কালিমা ছোঁবো না!
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url