তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা

তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা মৃত্যু নিয়ে কবিতা জীবনানন্দ সন্ধ্যা জীবনানন্দ দাশ স্মৃতি জীবনানন্দ দাশ ঘাস জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের কবিতা প্রেম ধিরে মুছে যায় জীবনানন্দ দাশ প্রেমের কবিতা জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের বিদায় কবিতা


তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা
তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা

তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা

তোমায় আমি – Tomay Ami ৷ জীবনানন্দ দাশ এর প্রেমের কবিতা মৃত্যু নিয়ে কবিতা জীবনানন্দ সন্ধ্যা জীবনানন্দ দাশ স্মৃতি জীবনানন্দ দাশ ঘাস জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের কবিতা প্রেম ধিরে মুছে যায় জীবনানন্দ দাশ প্রেমের কবিতা জীবনানন্দ দাশ জীবনানন্দ দাশের বিদায় কবিতা



তোমায় আমি দেখেছিলাম ব’লে
তুমি আমার পদ্মপাতা হলে;
শিশির কণার মতন শূন্যে ঘুরে
শুনেছিলাম পদ্মপত্র আছে অনেক দূরে
খুঁজে খুঁজে পেলাম তাকে শেষে।

নদী সাগর কোথায় চলে ব’য়ে
পদ্মপাতায় জলের বিন্দু হ’য়ে
জানি না কিছু-দেখি না কিছু আর
এতদিনে মিল হয়েছে তোমার আমার
পদ্মপাতার বুকের ভিতর এসে।


তোমায় ভালোবেসেছি আমি, তাই
শিশির হয়ে থাকতে যে ভয় পাই,
তোমার কোলে জলের বিন্দু পেতে
চাই যে তোমার মধ্যে মিশে যেতে
শরীর যেমন মনের সঙ্গে মেশে।

জানি আমি তুমি রবে-আমার হবে ক্ষয়
পদ্মপাতা একটি শুধু জলের বিন্দু নয়।
এই আছে, নেই-এই আছে নেই-জীবন চঞ্চল;
তা তাকাতেই ফুরিয়ে যায় রে পদ্মপাতার জল
বুঝেছি আমি তোমায় ভালোবেসে।
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url