গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure । Kobita - ফজলুর রহমান

 

গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure । Kobita - ফজলুর রহমান
গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure । Kobita - ফজলুর রহমান


গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure by Fazlur Rahman । Bangla Kobita

গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure by Fazlur Rahman । Kobita - ফজলুর রহমান গ্রীষ্মের দুপুর অনুচ্ছেদ গ্রীষ্মের দুপুর নিয়ে কবিতা গ্রীষ্মের কবিতা দুপুরে কবিতা ট্রেন কবিতার মূলভাব দূরের পাল্লা কবিতার ব্যাখ্যা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা কোন দেশে সত্যেন্দ্রনাথ দত্ত লেখা পড়া করে যে কবিতা




গ্রীষ্মের দুপুরে

– ফজলুর রহমান



ঘাম ঝরে
দরদর
          গ্রীষ্মের দুপুরে
খাল বিল
চৌচির,
          জল নেই পুকুরে।
মাঠে ঘাটে
লোক নেই,
          খাঁ খাঁ করে রোদ্দুর।
পিপাসায়
পথিকের
          ছাতি কাঁপে দুদ্দুর।
রোদ যেন
নয়, শুধু
          গনগনে ফুলকি।
আগুনের
ঘোড়া যেন
          ছুটে চলে দুলকি।
ঝাঁঝ মাখা
হাওয়া এসে
          ডালে দেয় ঝাপটা!
পাতা নড়ে
ফুল পড়ে
          বাপরে কি দাপটা!

বিল ধারে
চিল বসে’
          ঘন ঘন ডাকে রে।
মাঝি বসে
ঢুল খায়
          খেয়াঘাট বাঁকে রে।







Tags: গ্রীষ্মের দুপুরে – Grishmer Dupure by Fazlur Rahman । Kobita - ফজলুর রহমান গ্রীষ্মের দুপুর অনুচ্ছেদ গ্রীষ্মের দুপুর নিয়ে কবিতা গ্রীষ্মের কবিতা দুপুরে কবিতা ট্রেন কবিতার মূলভাব দূরের পাল্লা কবিতার ব্যাখ্যা ছিপখান তিন দাঁড় তিনজন মাল্লা কোন দেশে সত্যেন্দ্রনাথ দত্ত লেখা পড়া করে যে কবিতা


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url