স্বদেশ – Sodesh । Bangla Kobita - আহসান হাবীব

 

স্বদেশ – Sodesh । Bangla Kobita - আহসান হাবীব
স্বদেশ – Sodesh । Bangla Kobita - আহসান হাবীব

স্বদেশ – Sodesh by Ahsan Habib । Bangla Kobita

স্বদেশ – Sodesh by Ahsan Habib । Bangla Kobita - আহসান হাবীব স্বদেশ কবিতার প্রশ্ন উত্তর স্বদেশ কবিতার মূলভাব কবি আহসান হাবীব এর জন্মস্থান স্বদেশ কবিতা আবৃত্তি আহসান হাবীবের কবিতা সমগ্র pdf স্বদেশ কবিতার শব্দার্থ আহসান হাবীবের প্রেমের কবিতা স্বদেশ কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্ত 



স্বদেশ

– আহসান হাবীব



এই যে নদী
নদীর জোয়ার
নৌকা সারে সারে,
একলা বসে আপন মনে
বসে নদীর ধারে
এই ছবিটি চেনা৷
মনের মধ্যে যখন খুশি
এই ছবিটি আঁকি
এক পাশে তার জারুল গাছে
দুটি হলুদ পাখি,
এমনি পাওয়া এই ছবিটি
কড়িতে নয় কেনা৷
কাঠের পরে মাঠ চলেছে
নেই যেন এর শেষ
নানা কাজের মানুষগুলো
আছে নানান বেশ,
মাঠের মানুষ যায় মাঠে আর
হাটের মানুষ হাটে,
দেখে দেখে একটি ছেলের
সারাটা দিন কাটে৷
এই ছেলেটির মুখ
সারা দেশের সব ছেলেদের
মুখেতে টুকটুক
কে তুমি ভাই,
প্রশ্ন করি যখন,
ভালোবাসার শিল্পী আমি,
বলবে হেসে তখন৷
এই যে ছবি এমনি আকা
ছবির মতো দেশ,
দেশের মাটি দেশের মানুষ
নানান রকম বেশ,
বাড়ি বাগান পাখ-পাখালি
সব মিলে এক ছবি,
নেই তুলি নেই রং, তবুও
আঁকতে পারি সবই৷







Tags: স্বদেশ – Sodesh by Ahsan Habib । Bangla Kobita - আহসান হাবীব স্বদেশ কবিতার প্রশ্ন উত্তর স্বদেশ কবিতার মূলভাব কবি আহসান হাবীব এর জন্মস্থান স্বদেশ কবিতা আবৃত্তি আহসান হাবীবের কবিতা সমগ্র pdf স্বদেশ কবিতার শব্দার্থ আহসান হাবীবের প্রেমের কবিতা স্বদেশ কবিতা ঈশ্বরচন্দ্র গুপ্ত 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url