মাঝি – Majhi । Bangla Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর

 

মাঝি – Majhi । Bangla Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর
মাঝি – Majhi । Bangla Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর

মাঝি – Majhi by Rabindranath Tagore । Bangla Kobita

মাঝি – Majhi by Rabindranath Tagore । Bangla Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া ঘাটের মাঝি কবিতা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মাঝি ক্যাপশন মন মাঝি কবিতা মাঝি ও পন্ডিত মাঝি নিয়ে ছন্দ শিশু রবীন্দ্রনাথ



মাঝি

– রবীন্দ্রনাথ ঠাকুর



আমার যেতে ইচ্ছে করে
নদীটির ওই পারে
যেথায় ধারে ধারে
বাঁশের খোঁটায় ডিঙি নৌকো
বাঁধা সারে সারে৷
কৃষাণেরা পার হয়ে যায়
লাঙল কাঁধে ফেলে,
জাল টেনে নেয় জেলে,
গরু মহিষ সাঁতরে নিয়ে
যায় রাখালের ছেলে৷
সন্ধ্যে হলে যেখান থেকে
সবাই ফেরে ঘরে,
শুধু রাত দুপুরে
শেয়ালগুলো ডেকে ওঠে
ঝাউ ডাঙাটার পরে৷
মা, যদি হও রাজি,
বড় হলে আমি হব
খেয়াঘাটের মাঝি৷






Tags: মাঝি – Majhi by Rabindranath Tagore । Bangla Kobita - রবীন্দ্রনাথ ঠাকুর খেয়া ঘাটের মাঝি কবিতা কবিতা রবীন্দ্রনাথ ঠাকুর মাঝি ক্যাপশন মন মাঝি কবিতা মাঝি ও পন্ডিত মাঝি নিয়ে ছন্দ শিশু রবীন্দ্রনাথ

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url