আমার বাড়ি - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

আমার বাড়ি

শাহ জামাল উদ্দিন

-----------------------------

সুখ দুঃখ আনন্দ বেদনার ফুটপাত দিয়ে
একদিন হেঁটে গেছি যে বাড়িতে
এখন সেখানে সকল শূন্যতা ওৎ পেতে থাকে
যারা আলো ছড়াতেন
তারা অন্ধকারে বসে আছেন ।

হলদে পাখিটা আর নেই সেখানে
টিয়া পাখির বাসার ভেতর থেকে সাপের কান্না ভেসে আসে ।

এখন পাকা রাস্তা দিয়ে গাড়ি যায় বাড়িতে
মাটিতে পায়ের ছাপ মুছে গেছে
অদৃশ্য বেদনা রাত জাগে
হিজল গাছের পাতা ঝরে গেছে
মায়ের লাগানো
কাঁঠাল গাছ পয়ত্রিশ বছরে পা দিয়েছে ।

এখন তবুও জোছনা পা ফেলে বাড়ির উঠোনে
এখন তবুও সে আসে মাঝে মাঝে
কাঁঠালী চাঁপার গন্ধ নিয়ে
আমি যাই যখন আমার বাড়িতে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url