সেই গ্রাম - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

সেই গ্রাম

শাহ জামাল উদ্দিন

--------------------------

এই যে ভাই, আপনাদের কালো গরুটা
এখনো কি আছে গোয়ালঘরে
এখনো কি পাকা তাল পড়ে শব্দ করে ঘোলা পানিতে
এখনো কি বর্ষারদিনে হাঁটুপানি হয় উঠোনে
ধানখেতে যাওয়া কি যায় নৌকায়
ওরা কি এখনো মাছ ধরে বাড়ি ফেরে সন্ধ্যায়, বর্ষায়।

বরইগাছ শিমুলগাছ হিজলগাছগুলো এখনো কি
দাড়িঁয়ে আছে পুকুরপাড়ে
গোল্লাছুট খেলার মাঠ আজো কি ভরপুর থাকে
শিশুদের কোলাহলে ।

এখনো কি ঢেঁকির শব্দ বিয়ে বাড়ির মাইকের গান
ভেসে আসে গভীর রাত্রিতে দূর থেকে
গোলাভরা ধান শামুক কাদামাটি পুঁইয়ের মাচা
বসন্তদিনের বাতাস শিউলি ফুল
দেখে এসেছিলাম শৈশবের মুগ্ধ বিকেলে।

এখনো কি তারা চুল বাঁধে উঠনে বসে
পথের দিকে চেয়ে চেয়ে
অনুসরণ করতো আমাকে কত পতাকুড়োনি মেয়ে
ঘরে ফেরার পথে
আমার সেইসব দিন-রাত আজো মনে পড়ে।

গোল্লাছুট খেলার মাঠ এখনো কি ভরপুর থাকে
শিশুদের কোলাহলে ?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url