হাহাকার - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

হাহাকার

শাহ জামাল উদ্দিন

----------------------------

এখানে সব আলো ফুরিয়ে য়ায়
অন্ধকারের নগ্ন ক্ষুধায়
জনসেবকের ছদ্মবেশে হাজার কোটি
চুরি করে

পকেট ভর্তি অভাব নিয়ে
মানুষ শুধু কাঁদে
দুর্দিন জন্ম নেয় অভাবের ভ্রুন থেকে ।

রেল লাইনের ধারে ফুটপাথে
মশারির নীচে
হাহাকার শিকার খোঁজে রাত্রি জেগে ।

তবুও এখানে সবুজ সকাল
ভালোবাসার ছঁবি আঁকে
তবুও এখানে রমনীয় বিকেল
আমার ভালোলাগে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url