সেই সব পাথরের ফুল - কবিতা । শাহ জামাল উদ্দিন

সেই সব পাথরের ফুল

শাহ জামাল উদ্দিন

----------------------------------

আজ সেইসব পুষ্টিহীন ভালোবাসা
দূর থেকে তাকায় তারা
তাদের রক্তমাংসের শরির অর্ধেক বাকা
ভালো করে চোখে দেখেনা
তবুও অস্তমিত জীবনে
খোঁপা খোলার বাসনা তাদের মনে জেগে ওঠে

বকুল ফুলের মালা জড়িয়ে হাতে
পোষা হরিণীর মত
হেঁটে আসতো কাছে কঁচি পাতা দেখে

আমার রাত হওয়ার আগেই নিটোল দুপুরে
চলে গেল তারা ঘুমের অবসরে

-"এখন অবৈধ ইশারায় তারা কি সব বলতে চায়"-
আমি চুপচাপ থাকি
কবেই দরজা বন্ধ করে দিয়েছি
তবুও জনালায় তাদের দেখি ।।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url