হারিয়ে যাওয়া - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

হারিয়ে যাওয়া

শাহ জামাল উদ্দিন

-----------------------------

দিনেদিনে বৃদ্ধ হয়ে যাচ্ছি যৌবন হারিয়ে ফেলেছি
শৈশব খুঁজে খুঁজে হয়রান আমি
--বেঁচে আছি, শরিরে জমে আছে শুধু ধুলাবালি- হে পৃথিবী ।--

তবু আমার কোন দুঃখ নাই কোন ক্ষয়ক্ষতি নাই
তোমার এখানে জীবন যাপন করতে চাই
আমি ঢেউ ছড়াতে থাকবো আর
রাজহাঁসগুলো ভাসতে থাকবে পুকুরে
সেই শৈশবের মত
পৃথিবী তোমার এখানে আরো বেশিদিন
রেখে দিও আমাকে ।

অবশেষে যদি পাঠাও অন্য কোথাও
তবে সেখানে তোমার তৃনলতা দিও
সবুজ বাতাস দিও
টিয়ে পাখি আর শালিকের ডাকাডাকি
শুনতে পাই যেন কানের কাছাকাছি
আর আমার ছোট মেয়েটা বড় হয়ে যাবে
তখনও তার বাবা ডাক শুনতে
আমার খুব ইচ্ছে করবে
মাঝে মাঝে চিঠি পাঠাবো আমার
হলদে পাখিটির কাছে
বিব্রত করো না তাকে ।

পৃথিবী অনেক ভালোবেসেছি তোমাকে
দেখ আমার ভেজা নিঃশ্বাস ভাসে
তোমার বাতাসে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url