লাখিরচর - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

লাখিরচর

শাহ জামাল উদ্দিন

-----------------------

এখানে আবার আসতে হল ফিরে
দুঃখ নদীর তীরে
লাখির চরের কষ্ট গুলো উঠছে শরীর বেয়ে ।

এখানে অযুত নিযুত লক্ষ মরা গাছ
মানুষের কপালে দেখি অভাবের অফুরন্ত ভাঁজ।।

কোথায় কোন দুরে রেখে এসেছি
আমার সোনালি সেই গাছ আর রূপসী বাতাস ।

-সেই সব ভালোবাসা কি করে ফেলে আসা যায়-
তবু মাঝে মাঝে আসতে হয়
এই নগ্ন নির্জনতায়
বেদনার বিপুল মোহনায় ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url