ইচ্ছে করে - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

ইচ্ছে করে

শাহ জামাল উদ্দিন

-------------------------------

এখন আবার ইচ্ছে করে নতুন করে জন্ম নেবার
পাখি হয়ে উড়ে যাবার
কাঠ বিড়ালির পিছে পিছে ঘুরে দেখার ।

এখন আবার ইচ্ছে করে সবুজ ঘাসে প্রেম ছড়াবার
ভালোবাসার গন্ধরাজের গন্ধ নেবার ।

এখন আবার ইচ্ছে করে গাছের সাথে কথা বলার
কাঁদা মাটি মেখে নেবার
ধানের শীষে চোখ জুড়াবার
মটর শুটির খেতে বসে আকাশ দেখার ।

এখন আবার ইচ্ছে করে ঝড়ের দিনে আম কুড়াবার
মায়ের হাতের শীতের পিঠায় ভাগ বসাবার
বরই তলায় প্রেম কুড়াবার ।

এখন আবার ইচ্ছে করে জল ছিটিয়ে মজা করার
বর্ষা হলে ঘোলা জলে সাঁতার কাটার
আবার তাদের প্রেমিক হবার ।

এখন আবার ইচ্ছে করে ফড়িং ধরার
শুকনো পাটের গন্ধ নেবার
গাছের ডালে পাখির বাসা খুজতে যাবার
কলা পাতার ঘর বানিয়ে রান্না করার
ছোট্ট ছোট্ট বন্ধু সবের খবর নেবার ।

এখন আবার ইচ্ছে করে গোল্লাছুট আর দাড়ি' বাঁধা
খেলতে যাবার
বর্ষা কালে নৌকা নিয়ে নদীর স্রোতে ভেসে যাবার
শাপলা শালুক তুলে আনার ।

এখন আবার ইচ্ছে করে
এই পৃথিবী আর কিছুদিন দেখে যাবার। ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url