অপারিজতা - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

অপারিজতা

শাহ জামাল উদ্দিন

-------------------------

সময়ের আচঁড়ে অপরাজিতা শুকিয়ে গেছে
মনে হয় ভিয়েতনাম নামিবিয়া
হেঁটে গেছে এই পথ দিয়ে
আর কোন ফুল ফুটলো না সেই থেকে
আমিও বিধ্বস্ত বাড়ির মতন একাকী দাঁড়িয়ে ।

বধির মৃত্যু হেসে ওঠে ক্ষণে ক্ষণে
নিদ্রাহীন রাত কাটে
গুচ্ছ গুচ্ছ বেদনার মেঘ যায় ভেসে
বৃষ্টি নাই কোনখানে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url