নদী হয় - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

নদী হয়

শাহ জামাল উদ্দিন

-------------------------

এখানে পাখি তোমার কথা বলে
ওদের সাথে জানাশোনা আছে ?

শুধু এই নদী মাথা নিচু করে থাকে
ডেকে এনেছে আমাকে এখানে
আমিও কষ্টে আছি -
দুজনার কষ্ট এক হয়ে গেলে নদী হয় বুঝি !

এখানে মিথ্যার ঘোরায় চড়ে
গুপ্তঘাতক আমাকে অনুসরন করে গোপনে
চারিদিকে এত শুন্যতা
আর লিখতে পারি না ভালোবাসার কবিতা

এখানে নীল শান্ত রাত -
কেবল হাতছানি দেয়
অন্যকারো নগ্ন দুটি হাত

এখানে পাখি তোমার কথা বলে
ওদের সাথে জানাশোনা আছে ?

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url