দিগনগর গমন - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

দিগনগর গমন

শাহ জামাল উদ্দিন

-------------------------

ছোটবেলার সেই খেলার মাঠ
গ্রামের গাছপালা
আমাকে টানে আমার সারাবেলা
ওখানে বড় বড় গাছ
মায়ের কবর পূর্বপুরুষের ভিটেবাড়ি
মাঠের অপরূপ শিশু
দক্ষিনে ফসলের খেত জোড়া জোড়া কবুতর
আরো কত কী ।

আজ মঙ্গলবার দুইহাজার বিশের
এপ্রিল মাসের তেইশ তারিখ
মনে হলো ঘুরে আসি আমাদের গ্রাম
গাড়িতে বসে ফুরফুরে বাতাসে
খোলা আকাশ দেখলাম
আর দীর্ঘ লকডাউনের বেড়া ভেঙে
আমাদের গ্রামে আসলাম ।

মায়ের হাতে লাগানো
কাঁঠাল গাছটার কাছে যেয়ে মনে হলো
এইতো এখানে দাঁড়িয়ে
আজো অপেক্ষায় আছেন "মা" আমার জন্যে
কাঁঠালের সুবাসে মায়ের আঁচলের গন্ধ ছিল।

ফিরে আসার আগে গেলাম গাছটার কাছে
আদর নিতে
মায়ের কবরে আমার আরো কিছু কান্না
রেখে এসেছি নীরবে আমাদের গ্রামে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url