অন্ধকারের রূপ - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

অন্ধকারের রূপ

শাহ জামাল উদ্দিন

--------------------------

গভীর অন্ধকারে ট্রেন সর্পিল গতিতে
চলছে তো চলছে
দূরে-বহুদূরে মিটমিট করে জ্বলছে শহরের আলো
মনে হয় , আকাশ সমস্ত তারা নিয়ে মাটিতে নেমেছে
কে যেন ভেতর থেকে বলে উঠলো
তারা ছুঁয়ে আসি চলো ।

রাত্রিতে হাওড়া থেকে ট্রেনে যেতে হবে
ভেলর আমাকে
মনে হয় চলছি পৃথিবীর গোপন পথে দূরন্ত গতিতে
অন্ধকার এত আন্দলিত করছে কিভাবে
বোঝাবো তোমাকে
প্রিয়দের ছবি এঁকেছি মনের দেয়ালে
নির্জন সেই রাতে ।

ট্রেনের ঝিকঝিক শব্দ আর ঝিঁ ঝিঁ পোকাদের ডাক
এক অনিন্দ্য সুন্দর সুরের ঝংকার
আমার কানে বাজে
আমি স্বপ্ন আর বাস্তবের মাঝে হয়ে যাই নির্বাক
ইচ্ছে হলেই কল্পনায় ঘুরে আসি অন্ধকারের মাঝে ।

অন্ধকারকে বিদায় দিলাম ভেলর রেল স্টেশনে নেমে
এই স্মৃতি নিয়ে চলতে চলতে একদিন যাব থেমে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url