এখানে একদিন আসতেই হতো - কবিতা । শাহ জামাল উদ্দিন

এখানে একদিন আসতেই হতো

শাহ জামাল উদ্দিন

-------------------------------------

বুকের ভেতর আমার আজন্ম স্বপ্ন
একটি কবিতার জন্য
এ নদীর কাছে একদিন আসতেই হতো ।

ধলেশ্বরী খবর রাখে কে কখন আসে
তারও দুঃখ আছে
তারও বালুচরে বুক ভরে
আমারও তীর ভাঙে
কবিতা লিখি আমরা দুজনে ।

আবার যদি চিঠি আসে
পাহাড় নদী ঝরনা ডাকে
ভয়াল সমুদ্র ডাকে
আমি যবো তাদের কাছে
অথবা মরুউদ্যান হবো একটি কবিতার জন্য
এ আমার আজন্ম স্বপ্ন ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url