সোয়াম ফরেস্ট - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

সোয়াম ফরেস্ট

শাহ জামাল উদ্দিন

---------------------------

হাত ধরে নিয়ে গেলাম তোমাকে
গুড়ি গুড়ি বৃষ্টিতে ভেজা পাতার কাছে ।

সেই নৌকা সেই চুপচাপ অরণ্য অচেনা শব্দ
আমার বাল্যকাল যেন নদীজলে ডুব দিয়ে উঠলো
তোমার হাত দুটো স্বাগত জানাল ।

তুমি আনন্দে পা ডুবালে গোয়াইন নদীর পানিতে
ওরা তোমার রঙ নিয়ে গেল খুশিতে
ঘনিষ্ঠ আকাশ দেখছিল মেঘ ছিল
ওয়াচ টাওয়ারের নীচে তুমি নৌকায় বসে ছিলে ।

কত বিপন্ন বিষ্ময় ভেসে যায় এ নদীর জলে
ভালোবাসার অর্ধেক চাঁদ দেখলাম
তোমার চোখে
বুকের ভেতরে এ কোন বৃষ্টি ঝরে অকারণে।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url