ঘরে ফেরার পথে - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

ঘরে ফেরার পথে

শাহ জামাল উদ্দিন

-----------------------------

ঘিওরের আকাশ ফেলেছে ঘিরে কালো মেঘে
মানিকগঞ্জ থেকে একটু পশ্চিমে
বৃষ্টি ঝড়ছে অঝোড়ে ।

কলাপাতা ভিজে যাওয়ায় লজ্জায়
বাতাসে মুখ লুকায়
বসে আছি গোল্ডেন লাইনের জানালায় ।

নাতিটা আমার মোমের মতন পড়ছে গলে ঘুমে
মা আমার বেড়াচ্ছে ঘুরে
কোন এক স্বপ্নের জগতে
চোখ দুটো বন্ধ করে
আটকে গেলাম যানজটে পাটুরিয়া ফেরিঘাটে ।

একটা গল্প হয়ে গেল ঈদের ভ্রমণে
কষ্টের মত কিছু সুখ রেখে গেলাম এইখানে
এই পদ্মা নদী পাড়ে
আমার পাশের সিটে অঙ্কিতা কাঁদে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url