সুভা গল্পের জ্ঞানমূলক ও বহুনির্বাচনী প্রশ্ন
সুভা গল্পের বহুনির্বাচনী প্রশ্ন ও তার উত্তরঃ
বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুল ও টেস্ট পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে সেগুলো নিচে দেওয়া হলো । আশা করি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে ।
১. সুভার পরিবার কোথায় যেতে চাইল?
ক. বিহার খ. পূর্ণিমায়
গ. কলকাতায় ঘ. দিল্লি
উত্তরঃ গ. কলকাতায়
২. ছিপ ফেলিয়া মাছ ধরা কার প্রধান শখ?
ক. সুভার খ. প্রতাপ
গ. বাণী কণ্ঠের ঘ. সুভার মায়ের
উত্তরঃ খ. প্রতাপ
৩. সুভা মুক্তির আনন্দ কার কাছে পায়?
ক. পাঙ্গুলি খ. বিড়াল
গ. নির্বাক প্রকৃতি ঘ. তেতুলতলায়
উত্তরঃ গ. নির্বাক প্রকৃতি
৪. কাদের মধ্যে সমভাষা ছিল না?
ক. কাঙালি ও অভাগী খ. কাঙালি ও অধর
গ. সুভা ও প্রতাপ ঘ. সুভা ও সর্বশী
উত্তরঃ গ. সুভা ও প্রতাপ
৫.রবীন্দ্রনাথ রচিত গ্রন্থ কোনটি?
ক. আরণ্যক খ. বিচিত্র প্রবন্ধ
গ. পদ্মরাগ ঘ.যুগবাণী
উত্তরঃ খ. বিচিত্র প্রবন্ধ
৬. কচি কিশলয়ের মতো কেপে উঠত কি?
ক. সুভার নেত্রপল্লব খ. সুভার ওষ্ঠধর
গ. সুভার ভ্রু যুগল ঘ. সুভার কেশদাম
উত্তরঃ খ. সুভার ওষ্ঠধর
৭. প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
ক. সুভাষী খ. সুভা
গ. সু ঘ. স
উত্তরঃ গ. সু
৮. সুভার ভাষা পূরণ করে দেয় কে ?
ক.সুহাসিনী খ.প্রকৃতি
গ.সর্বশি ঘ.প্রতাপ
উত্তরঃ খ.প্রকৃতি
৯. সুভাদিনে কতবার নিয়মিত গোয়ালঘরে যেত ?
ক.২ বার খ.৩বার
গ.৪ বার ঘ.৫ বার
উত্তরঃ খ.৩বার
১০. সুভা মুক্তির আনন্দ পায় কার কাছে ?
ক.সর্বশি ওপাঙ্গুলি খ.প্রতাপ
গ.রুদ্র মহাকাশ ঘ.নির্বাক প্রকৃতি
উত্তরঃ ঘ.নির্বাক প্রকৃতি
১১। সুভা গল্পের পটভূমি-
ক. বাকপ্রতিবন্ধি কিশোরীর জীবন ব্যবস্থা
খ. প্রতিবন্ধি শিশুর প্রতি ভালোবাসা
গ. প্রতিবন্ধির প্রতি কষ্ট
ঘ. প্রতিবন্ধির প্রকৃতিপ্রেম
উত্তরঃ ক. বাকপ্রতিবন্ধি কিশোরীর জীবন ব্যবস্থা
১২। রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা কত সালে জন্মগ্রহণ করেন?
ক. ১২৬০ খ. ১২৬১
গ. ১২৬৫ ঘ. ১২৬৮
উত্তরঃ ঘ. ১২৬৮
১৩। মেয়ের বোবা হওয়ার পেছনে মা কার দোষ দেন?
ক. সুভার খ. বাণীকণ্ঠের
গ. নিয়তির ঘ. পর্বজন্মের
উত্তরঃ গ. নিয়তির
১৪। ‘সুভা’ গল্পের শেষাংশে নদীতটে সুভার লুটিয়ে পড়া কী নির্দেশ করে?
ক. প্রতাপের প্রতি অভিমান
খ. বাণীকণ্ঠের সিদ্ধান্তের প্রতি নীরব প্রতিবাদ
গ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা
ঘ. আত্মাহুতি দেওয়ার আকঙক্ষা
উত্তরঃ গ. আপন আশ্রয়কে আঁকড়ে থাকার চেষ্টা
১৫। সুভার বোন কয়টি ছিল?
ক. একটি খ. দুইটি
গ. তিনটি ঘ. চারটি
উত্তরঃ খ. দুইটি
সুভা গল্পের জ্ঞানমূলক প্রশ্ন ও তার উত্তরঃ
বিগত বছরগুলোতে বিভিন্ন স্কুল ও টেস্ট পরীক্ষায় যেসব প্রশ্ন এসেছে সেগুলো নিচে দেওয়া হলো । আশা করি প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় কাজে আসবে ।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কত সালে জন্মগ্রহণ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর ১৮৬১ সালে জন্মগ্রহণ করেন ।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল কত বঙ্গাব্দ?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মসাল ১২৬৮ বঙ্গাব্দ ।
প্রশ্ন: রবীন্দ্রনাথ কোন কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন?
উত্তর: রবীন্দ্রনাথ ‘গীতাঞ্জলি' কাব্যের জন্য নোবেল পুরস্কার লাভ করেন ।
প্রশ্ন: ‘গোরা’ কোন শ্রেণির রচনা?
উত্তর: ‘গোরা’ রবীন্দ্রনাথ ঠাকুর রচিত একটি উপন্যাস ।
প্রশ্ন: ‘শেষের কবিতা' কী ধরনের গ্রন্থ?
উত্তর: ‘শেষের কবিতা' একটি উপন্যাস ।
প্রশ্ন: ‘বিচিত্র প্রবন্ধ' কার লেখা?
উত্তর: ‘বিচিত্র প্রবন্ধ' রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ।
প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর কত বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন?
উত্তর: ১৩৪৮ বঙ্গাব্দে মৃত্যুবরণ করেন ।
প্রশ্ন: কী কারণে বাণীকণ্ঠ তাঁর ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখেন?
উত্তর: বড় দুটি বোনের নামের সাথে মিল রাখতে বাণীকণ্ঠ তাঁর ছোট মেয়েটির নাম সুভাষিণী রাখেন ।
প্রশ্ন: পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে কে?
উত্তর: পিতামাতার নীরব হৃদয়ভারের মতো বিরাজ করছে সুভা ।
প্রশ্ন: কার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল?
উত্তর: পিতামাতার মনে সুভা সর্বদাই জাগরূক ছিল
প্রশ্ন: সুভা কী মনে করত?
উত্তর: সুভা মনে করত, আমাকে সবাই ভুললে বাঁচি ।
প্রশ্ন: কে সুভাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখতেন?
উত্তর: সুভার মা সুভাকে নিজের একটা ত্রুটিস্বরূপ দেখতেন।
প্রশ্ন: সুভার বাবার নাম কী?
উত্তর: সুভার বাবার নাম বাণীকণ্ঠ।
প্রশ্ন: সুভার মাতা সুভাকে কী জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন?
উত্তর: সুভার মাতা সুভাকে গর্ভের কলঙ্ক জ্ঞান করে তার প্রতি বড় বিরক্ত ছিলেন।
প্রশ্ন: সুতার ওষ্ঠাধর ভাবের আভাসমার কেমন করে কেঁপে উঠত?
উত্তর: সুতার ওষ্ঠাধর ভাবের আভাসমার কচি কিশলয়ের মতো কেঁপে উঠত।
প্রশ্ন: সুভার চোখের ভাষা কেমন ছিল?
উত্তর: সুতার চোখের ভাষা অসীম, উদার এবং অতলস্পর্শ গভীর ছিল।
প্রশ্ন: কে নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল?
উত্তর: সুভা নির্জন দ্বিপ্রহরের মতো শব্দহীন ও সঙ্গীহীন ছিল।
প্রশ্ন: সুভাদের গ্রামের নাম কী?
উত্তর: সুভাদের গ্রামের নাম চণ্ডীপুর।
প্রশ্ন: বাণীকন্ঠের ঘর কোথায়?
উত্তর: বাণীকন্ঠের ঘর নদীর একেবারে উপরেই।
প্রশ্ন: অবসর সময়ে সুভা কোথায় গিয়ে বসত?
উত্তর: অবসর সময়ে সুভা নদীতীরে গিয়ে বসত।
প্রশ্ন: প্রকৃতি কার ভাষার অভাব পূরণ করে দেয়?
উত্তর: প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয় ।
প্রশ্ন: প্রকৃতি সুভার কীসের অভাব পূরণ করে দেয়?
উত্তর: প্রকৃতি সুভার ভাষার অভাব পূরণ করে দেয়।
প্রশ্ন: প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি কীসের ভাষা?
উত্তর: প্রকৃতির বিবিধ শব্দ এবং বিচিত্র গতি বোবার ভাষা ।
প্রশ্ন: গোয়ালের গাভী দুটির নাম কী?
উত্তর: গাভী দুটির নাম সর্বশী ও পাঙ্গুলি ।
প্রশ্ন: উন্নত শ্রেণির জীবের মধ্যে সুভার যে সঙ্গী জুটেছিল তার নাম
উত্তর: সুভার যে সঙ্গী জুটেছিল তার নাম প্রতাপ ।
প্রশ্ন: প্রতাপ কে?
উত্তর: প্রতাপ গোঁসাইদের ছোট ছেলে।
প্রশ্ন: গোঁসাইদের ছোট ছেলেটির নাম কী?
উত্তর: গোসাইদের ছোট ছেলেটির নাম প্রতাপ ।
প্রশ্ন: প্রতাপ কাদের ছোট ছেলে?
উত্তর: প্রতাপ গোঁসাইদের ছোট ছেলে ।
প্রশ্ন: কে সুভার মর্যাদা বুঝত?
উত্তর: প্রতাপ সুভার মর্যাদা বুঝত ।
প্রশ্ন: প্রতাপ সুভাকে কী বলে ডাকত?
উত্তর: প্রতাপ সুভাকে 'সু' বলে ডাকত ।
প্রশ্ন: প্রতাপের জন্য পান সাজিয়ে আনত কে?
উত্তর: প্রতাপের জন্য পান সাজিয়ে আনত সুভা ।
প্রশ্ন: প্রতাপকে সাহায্য করতে চাইত কে?
উত্তর: প্রতাপকে সাহায্য করতে চাইত সুভা।
প্রশ্ন: সুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে কেন?
উত্তর: প্রতাপকে নিজের প্রতি আকর্ষণ করার জন্য সুভা অলৌকিক ক্ষমতা প্রার্থনা করে ।
প্রশ্ন: 'সুভা' গল্পে সুভাকে 'সুভি' বলা হয়েছে কতবার?
উত্তর: 'সুভা' গল্পে সুভাকে 'সুভি' বলা হয়েছে একবার ।
প্রশ্ন: সুভা জলকুমারী হলে কী করত?
উত্তর: সুভা যদি জলকুমারী হতো তাহলে জল থেকে সাপের মাথার মণি প্রতাপের জন্য ঘাটে রেখে দিত ।
প্রশ্ন: কোন তিথির প্রকৃতি সুভার মতো একাকিনী?
উত্তর: পূর্ণিমা তিথির প্রকৃতি সুভার মতো একাকিনী ।
প্রশ্ন: কন্যা ভারাগ্রস্ত পিতামাতা কারা?
উত্তর: সুভার পিতামাতা কন্যা ভারাগ্রস্ত ।
প্রশ্ন: বাণীকণ্ঠের অবস্থা কেমন?
উত্তর: বাণীকণ্ঠের অবস্থা সচ্ছল ।
প্রশ্ন: বাণীকণ্ঠ ফিরে এসে কোথায় যাওয়ার জন্য স্ত্রীকে বলল?
উত্তর: বাণীকণ্ঠ ফিরে এসে কলকাতায় যাওয়ার জন্য স্ত্রীকে বলল ।
প্রশ্ন: কলকাতায় যাওয়ার প্রাক্কালে কোন তিথির রাত্রি ছিল?
উত্তর: কলকাতায় যাওয়ার প্রাক্কালে শুক্লাদ্বাদশীর রাত্রি ছিল ।
প্রশ্ন: মর্মবিদ্ধ হরিণী কার দিকে তাকায়?
উত্তর: মর্মবিদ্ধ হরিণী ব্যাধের দিকে তাকায় ।
প্রশ্ন: 'কিশলয়' শব্দের অর্থ কী?
উত্তর: ‘কিশলয়' শব্দের অর্থ গাছের নতুন পাতা ।
প্রশ্ন: ‘অনিমেষ' শব্দের অর্থ কী?
উত্তর: অনিমেষ শব্দের অর্থ অপলক ।
প্রশ্ন: ‘বাখারি' শব্দের অর্থ কী?
উত্তর: 'বাঁখারি' শব্দের অর্থ হলো— কাঁধের দুদিকে দুপ্রান্তে ঝুলিয়ে বোঝা বহনের বাঁশের ফালি ।
প্রশ্ন: 'বিজনমূর্তি' শব্দের অর্থ কী?
উত্তর: বিজনমূর্তি শব্দের অর্থ নির্জন অবস্থা ।
প্রশ্ন: 'মূক' শব্দের অর্থ কী?
উত্তর: মূক শব্দের অর্থ বধির ।
প্রশ্ন: ‘নেত্রপল্লব' শব্দের অর্থ কী?
উত্তর: নেত্রপল্লব শব্দের অর্থ চোখের পাতা ।
প্রশ্ন: 'কপোল' শব্দের অর্থ কী?
উত্তর:‘কপোল' শব্দের অর্থ গাল ।
প্রশ্ন: ‘শুক্লাদ্বাদশী' মানে কী?
উত্তর: ‘শুক্লাদ্বাদশী' মানে শুক্লপক্ষের চাঁদের বারোতম দিন।
প্রশ্ন: সুভা কী ধরনের প্রতিবন্ধী?
উত্তর: সুভা বাকপ্রতিবন্ধী ।
প্রশ্ন: 'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন গ্রন্থ থেকে সংকলিত হয়েছে?
উত্তর: 'সুভা' গল্পটি রবীন্দ্রনাথ ঠাকুরের 'গল্পগুচ্ছ' থেকে ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url