মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন?
প্রশ্নঃ মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন?
উত্তর: সুভা প্রতিবন্ধী, তাই তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো । বাকপ্রতিবন্ধী সুভার কথা বলার ক্ষমতা নেই বলে সে সবার কাছে মূল্যহীন ও অপ্রয়োজনীয় । মায়েরা সন্তানদের সব সময়ই নিজের একটা অংশ মনে করে । পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে তাদের এ বোধটি আরও প্রবল হয়ে থাকে । মেয়ে প্রতিবন্ধী হওয়ার জন্য সুভার মা নিজেকেই দায়ী মনে করতো । তাই সুভাকে সে গর্ভের কলঙ্ক মনে করতো এবং তার ওপর বিরক্তিবোধ করতো ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url