মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন?

মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন?

প্রশ্নঃ মা সুভাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো কেন?

উত্তর: সুভা প্রতিবন্ধী, তাই তার মা তাকে নিজের গর্ভের কলঙ্ক মনে করতো । বাকপ্রতিবন্ধী সুভার কথা বলার ক্ষমতা নেই বলে সে সবার কাছে মূল্যহীন ও অপ্রয়োজনীয় । মায়েরা সন্তানদের সব সময়ই নিজের একটা অংশ মনে করে । পুত্র সন্তানের চেয়ে কন্যা সন্তানের ক্ষেত্রে তাদের এ বোধটি আরও প্রবল হয়ে থাকে । মেয়ে প্রতিবন্ধী হওয়ার জন্য সুভার মা নিজেকেই দায়ী মনে করতো । তাই সুভাকে সে গর্ভের কলঙ্ক মনে করতো এবং তার ওপর বিরক্তিবোধ করতো ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url