সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত কেন?
প্রশ্নঃ সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করত কেন?
উত্তর: প্রতিবন্ধিতার কারণে সুভাকে নিয়ে তার পরিবার-পরিজনদের উদ্বেগ লক্ষ করেই সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করতো । সুভা কথা বলতে না পারলেও অনুভব করতে পারতো সব । এ ব্যাপারটি না বুঝে অনেকে সুভার সামনেই তার ভবিষ্যৎ নিয়ে নানাবিধ দুশ্চিন্তা প্রকাশ করতো । ছোটবেলা থেকেই নিজের বিরূপ সমালোচনা শুনতে শুনতেই সুভা নিজেকে বিধাতার অভিশাপ মনে করা শুরু করে ।
মনের রঙের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url