তিন ভাগ - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

তিন ভাগ

শাহ জামাল উদ্দিন

------------------------

আমার চার ভাগের তিন ভাগ তুমি
তুমি উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বের সবখানে ।

বেদনার সিঁড়ি বেয়ে নীচে নেমে তোমাকেই দেখি
সুখের সাগরে ডুব দিয়ে দেখি
সেখানেও আছ তুমি, আমি মিথ্যে বলিনি ।

তোমার জন্যই আমি সাহসে উড়তে পারি
তোমার জন্যই আজও আমার সকাল এমন সবুজ হয়
আমার এ নদী শান্ত বয়ে যায়।

তোমার জন্যই সমগ্র জীবন পার করে নিঃশ্চিন্তে
ঘুমিয়ে পড়বো আমি।

আমার চার ভাগের তিন ভাগ তুমি
তুমি উত্তরে দক্ষিণে পশ্চিমে পূর্বের সবখানে ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url