সকাল দেখি - বাংলা কবিতা । শাহ জামাল উদ্দিন

সকাল দেখি

শাহ জামাল উদ্দিন

-----------------------

আমি সকাল দেখি
দেখি আলো আর অন্ধকারের মিতালী ।

পাখিরা জেগে ওঠে মাটিরও ঘুম ভাঙে
সবুজ পাতা নড়ে অকারণে ।

পাতার সাথে টিয়া পাখি মিশে থাকে
কামরাঙা ডালে
হরতকি আমলকি পেয়ারার গাছে
কত পাখি ডাকে ।

সকালের বাতাসে আমার ইচ্ছেগুলো খুঁজি
চুপি চুপি ছুঁয়ে দেখি ভোরের নদী ।

আমি সকাল দেখি
দেখি আলো আর অন্ধকারের মিতালী ।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url